পায়ু পথে বাতাস, মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু শ্রমিক
Published: 21st, October 2025 GMT
ঢাকার কামরাঙ্গীরচরে কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কম্প্রেসারের পাইপ দিয়ে পায়ুপথে বাতাস দেওয়ায় মোহাম্মদ তানভীর (১৪) নামে এক শিশু শ্রমিক গুরুতর আহত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সহকর্মীরা জানায়, ঘটনার পর অচেতন অবস্থায় তানভীরকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্লাস্টিক কারখানার মালিক মোহাম্মদ মামুন জানান, তার কারখানায় বোতলজাত ও বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তৈরি হয়। সেখানে প্রায় ১০-১৫ জন শ্রমিক কাজ করে, যাদের অধিকাংশই কিশোর।
তিনি বলেন, “রাতে রিফাত, সিয়ামসহ তিনজন দুষ্টুমির ছলে তানভীরের পায়ুপথে কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস দেয়। এরপর সে অসুস্থ হয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে যায়।”
তানভীরের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার পালকিনি গ্রামে। কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় রফিক মিয়ার বাড়িতে মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকে সে। তার বাবার নাম মানিক মিয়া।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানায় শিশুশ্রমিকের পায়ুপথে বাতাস দেওয়ার ঘটনা ঘটেছে।”
চিকিৎসকদের বরাতে তিনি জানান, “শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে।”
তিনি আরো জানান, বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/বুলবুল/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ল শ্রমিকের মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে হেলাল উদ্দিন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম সিকদারপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণাধীন ভবনটি ছয়তলা। হেলাল উদ্দিন ওই ভবনের চতুর্থ তলায় কাজ করেছিলেন। এ সময় পাঁচতলার বারান্দার অংশের ছাদ ভেঙে তাঁর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় তাঁরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন।