নরওয়ের কবি ও গবেষক ভেরা সিদার (৮০)। প্রায় তিন দশক আগে তিনি বাংলাদেশে এসেছিলেন। গিয়েছিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর নামাজের চর এলাকায়, বন্যাদুর্গত মানুষের জীবন দেখতে। তখন চরের নারীদের গাওয়া গানের সুর তাঁকে মুগ্ধ করে। বাংলার লোকগানের প্রেমে পড়েন তিনি।

এরপর কেটে যায় অনেকটা সময়। কিন্তু বাংলার লোকগানের প্রতি ভেরা সিদারের ভালোবাসা কমেনি, বরং বেড়েছে। নিজেই নরওয়েজিয়ান ভাষায় অনুবাদ করেছেন বাংলার মরমি সাধক ফকির লালন সাঁইয়ের গান। বাংলার লোকগানকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ২০১৬ সালে তিনি ‘মায়ের তরী’ নামের সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন।

‘মায়ের তরী’ কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৯টি কেন্দ্রে শিশু-কিশোরদের লোকগান ও বাদ্যযন্ত্র শেখাচ্ছে। এখানে ৬০০ শিশু লালন, বাউল, মারফতি, মুর্শিদি, ভাওয়াইয়াসহ নানা ধরনের লোকগান শিখছে। পাশাপাশি শিখছে বাঁশি, একতারা, দোতারা, তবলা, বেহালা ও ঢোল বাজানো।

ভেরা সিদার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গোল করেই চলছেন হলান্ড, সিটির জয়, বরখাস্ত পোস্তেকোগলু

ম্যানচেস্টার সিটি ২–০এভারটন

ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বশেষ ১৩ ম্যাচে ২৩ গোল!

অবিশ্বাস্য এই পরিসংখ্যান আর্লিং হলান্ডের। আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের হয়ে হ্যাটট্রিক পাওয়া হলান্ড আজ ম্যানচেস্টার সিটির হয়ে করেছেন জোড়া গোল। নরওয়েজীয় তারকার এই ২ গোলেই আজ ইতিহাদে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে সিটি। আর এই জয়ে কয়েক ঘণ্টার জন্য হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার দল।

আট ম্যাচে পঞ্চম জয় পাওয়া দলটির পয়েন্ট এখন ১৬। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্টও ১৬। তবে দলটি পিছিয়ে আছে গোল ব্যবধানে। তবে আজ ফুলহামের কাছে না হারলেই আবার শীর্ষে উঠবে আর্সেনাল।

প্রথমার্ধে নিষ্প্রভ ছিলেন হলান্ড, সিটিও গোল পায়নি। বিরতির পর ৫৮ মিনিটে প্রথম গোলটি পেয়েছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। নিকো ও’রাইলির ক্রসে জোরালো এক হেডে দলকে এগিয়ে দেন হলান্ড। ব্যবধান দ্বিগুণ হয়ে যায় ৫ মিনিট পরেই। এবার সাভিনিওর কাটব্যাক ধরে গোল করেছেন হলান্ড। বলটা অবশ্য এভারটন ডিফেন্ডার জেমস তারকোফস্কির শরীরের লেগে একটু দিক পরিবর্তন করেছিল।

হেডে গোল করছেন আর্লিং হলান্ড

সম্পর্কিত নিবন্ধ

  • গোল করেই চলছেন হলান্ড, সিটির জয়, বরখাস্ত পোস্তেকোগলু