গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক তরুণের বিরুদ্ধে স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৫ জানুয়ারি উপজেলার কান্দি ইউনিয়নের একটি গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয় ইউপি সদস্য ও বিশিষ্টজন বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এ বিষয়ে তারা সোমবার গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শংকর পাণ্ডের (২৩) বিরুদ্ধে মামলা করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে রেখে ২৫ জানুয়ারি জমিতে কাজ করতে যান তার মা-বাবা। প্রতিবেশী শংকর পাণ্ডে বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। সে অসুস্থ হয়ে পড়লে মা-বাবা স্থানীয় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে আসেন। 

মেয়েটির বাবার ভাষ্য, বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য মাহাবুব মোল্লা ও এলাকার বিশিষ্টজন বাবু দফাদারকে জানান। তারা সালিশে সমাধানের আশ্বাস দিলে মামলা করেননি। কয়েকদিনেও বিচার না করায় সোমবার মেয়েটির মা বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করেন। 

এ বিষয়ে বক্তব্য জানতে শংকর পাণ্ডের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনা জানাজানি হওয়ার পর তারা আত্মগোপনে আছেন। 

ইউপি সদস্য মাহাবুব মোল্লা বলেন, ‘এ ঘটনা শোনার পরে আমি তাদের বাড়িতে গিয়েছি। তবে বিষয়টি মীমাংসার কোনো আশ্বাস দিইনি।’

কোটালীপাড়া থানার ওসি মো.

আবুল কালাম আজাদের কাছে বুধবার বিকেল পর্যন্ত আদালত থেকে মামলার কোনো কপি আসেনি। তিনি বলেন, মামলার কপি হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: গ প লগঞ জ সদস য

এছাড়াও পড়ুন:

শাহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বললেন

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বুধবার দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরিফের সঙ্গে ফোনকলে পেহেলগামে হামলার ‘নিন্দা জানানোর প্রয়োজনীতা নিয়ে’ কথা বলেন রুবিও। একই সঙ্গে ‘অযৌক্তিক’ এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগীতার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোনকলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে—এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

ট্যামি ব্রুস বলেন, ‘পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী (রুবিও)। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা–ও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’

সম্পর্কিত নিবন্ধ