চাকমা ভাষায় শিক্ষার আরও প্রসার দরকার
Published: 14th, February 2025 GMT
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বৃহত্তর মঙ্গোলীয় জাতিগোষ্ঠীভুক্ত নানা ভাষাভাষী লোকজনের বসবাস রয়েছে। তাদের রয়েছে নিজস্ব ইতিহাস, ভাষা ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। পার্বত্য চট্টগ্রামের ভাষাগুলোর মধ্যে চাকমা ভাষা অন্যতম। চাকমারা নিজেদের ‘চাঙমা’ বলে। তাই তাদের ভাষাকে ‘চাঙমা ভাষা’ও বলা যায়।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে চাকমাদের জনসংখ্যা ছিল ৪ লাখ ৮৩ হাজার ২৯৯। পার্বত্য চট্টগ্রামের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা, মিজোরাম, আসামের মিকিরহিল্স এবং অরুণাচলেও চাকমারা বসবাস করে। এখানে কক্সবাজার জেলার টেকনাফ বনাঞ্চলে এবং সীমান্তবর্তী নাফ নদীর অন্য পারের আরাকানেও ‘দৈংনাক’ নামে চাকমাদের একটি শাখা রয়েছে। তারা এখনো চাকমা ভাষা বুঝতে পারে এবং নিজেদের সেখানে ‘চাঙমা’ বলে।
চাকমাদের লেখার জন্য নিজস্ব বর্ণমালা রয়েছে। এই বর্ণমালা দিয়ে সুদূর অতীত থেকে তাদের প্রাচীন ধর্মগ্রন্থ আঘর তারা এবং ওষুধ ও চিকিত্সাবিষয়ক গ্রন্থ তাহ্লিক শাস্ত্র লিখিত হয়ে আসছে। উল্লেখ্য, চাকমা বর্ণগুলো আ-কারান্ত ধ্বনিবিশিষ্ট। এসব বর্ণের সঙ্গে মিয়ানমারের শান, আসামের আহোম এবং অরুণাচলের খামতি বর্ণলিপির সাদৃশ্য ও ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। দূর অতীতের ব্রাহ্মীলিপি থেকে নানা বিবর্তনের মধ্য দিয়ে চাকমা, রাখাইন ও বর্মীসহ এ বইগুলোর উদ্ভব ঘটেছে। চাকমা ভাষায় সমৃদ্ধ লোকসাহিত্য আছে। তাদের ধর্মচর্চা, চিকিত্সা ও সাহিত্যে তাদের বর্ণমালা ব্যবহৃত হয়ে আসছে।
পরবর্তীকালে পার্বত্য চট্টগ্রামে আধুনিক শিক্ষাবিস্তারের সঙ্গে সঙ্গে চাকমা সাহিত্যেরও বিকাশ ঘটতে থাকে। ১৯৭০-এর দশক থেকে চাকমা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি সূচিত হয়। সে সময় চাকমা ভাষায় বহু নতুন নতুন গান, কবিতা ও নাটক রচিত ও মঞ্চস্থ হয়। চাকমা সংগীতের সঙ্গে সঙ্গে চাকমা নৃত্যও উপভোগ্য হয়ে ওঠে। এরপর ক্রমেই চাকমা ভাষায় রচিত উপন্যাসও প্রকাশিত হয়েছে।
ইতিমধ্যে উদ্ভাবিত হয়েছে কম্পিউটারে ব্যবহারোপযোগী নানা ধরনের চাকমা ফন্ট। এতে চাকমাদের জন্য বাংলা বর্ণের পাশাপাশি তাদের নিজস্ব বর্ণমালাও বই-পুস্তকাদির মুদ্রণকাজে ব্যবহৃত হচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য প্রাক্-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ানোর জন্য চাকমা ভাষা ও বর্ণমালার পাঠ্যবই প্রকাশ করা হয়েছে। ২০১৬ সাল থেকে ধাপে ধাপে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে সেসব বই বিতরণ করা হচ্ছে। এতে তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি সাধিত হচ্ছে।
বর্তমানে নানা কারণে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক স্কুলগুলোতে চাহিদার তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল। চাকমা বর্ণমালা বহু প্রাথমিক স্কুলের শিক্ষকদের অজানা কিংবা স্বল্পজ্ঞাত। চাকমা শিক্ষকদের সবাই নিজেদের ভাষায় কথা বলতে পারলেও অনেকেই চাকমা ভাষায় লেখা বইপত্র থেকে যথাযথ পাঠদান করতে পারছেন না। তাঁদের এ বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কার্যকরী উদ্যোগ এবং তদারকির প্রয়োজন রয়েছে।
রাঙামাটি ও খাগড়াছড়ি—এ দুই পার্বত্য জেলায় পাহাড়িদের মধ্যে চাকমারা সংখ্যায় গরিষ্ঠ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চাকমা ভাষায় প্রকাশিত পাঠ্যবইগুলো প্রাথমিক স্কুলের চাকমা ভাষাভাষী শিক্ষার্থীদের ভালো করে পড়ানো গেলে শিক্ষাক্ষেত্রে সুফল পাওয়া যাবে। এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাবও পড়বে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, ভাষা ও সাহিত্য, সংযোগ ও অর্থনীতিতে অগ্রগতি আরও বেগবান হবে। চাকমা ভাষায় শিক্ষাদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা, অর্থ বরাদ্দ, উদ্যোগসহ সবার সর্বাঙ্গীণ সহযোগিতা প্রয়োজন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন