কিশোরগঞ্জে কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
Published: 16th, February 2025 GMT
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহ্বায়ক কমিটি গঠনের সভা পণ্ড হয়েছে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা বলেন, ৩০ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মো.
চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বদরুল আলম বলেন, অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। হাসপাতালে খোঁজ নিলে বলা যাবে কতজন আহত হয়েছেন।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন বলেন, চণ্ডীপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক শ রগঞ জ ব এনপ র স ঘর ষ উপজ ল এ ঘটন
এছাড়াও পড়ুন:
টক্সিক সম্পর্ক ও দুই দশক ধরে থেরাপিস্টের সাহায্য নেওয়া বিষয়ে যা বললেন মেলিন্ডা
যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম প্রেমে পড়েন মেলিন্ডা। সেই প্রেমিক মেলিন্ডার চেহারা ও শারীরিক কাঠামো নিয়ে প্রায়ই মন্তব্য করতেন। আর তা মেলিন্ডাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল। আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন মেলিন্ডা। সাক্ষাৎকারে বলেন, ‘সেই বিষাক্ত সম্পর্কের প্রভাব নিজের টোয়েন্টিজ আর থার্টিজ পর্যন্ত বয়ে বেড়িয়েছি। নিজের চেহারা ও শরীর নিয়ে হীনম্মন্যতায় ভুগেছি। অনেক পুষ্টিবিদের সঙ্গে কথা বলেছি। ওজন কমিয়েছি। আবার বেড়ে গেছে। প্রায় দুই দশক থেরাপিস্টের সাহায্য নিয়েছি। তবে মা হওয়ার পরই মূলত আমি যেমন, তেমনভাবেই নিজেকে মেনে নিয়েছি। নিজেকে নিয়ে সুখী হতে শিখেছি। বয়স ৪০ পেরোলে সত্যিকার অর্থে অনুধাবন করেছি যে আমি দেখতে কেমন বা আমার ওজন কত, নির্দিষ্ট মাপের জামা বা প্যান্ট পরতে পারলাম কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, আমি আমার সন্তানদের জন্য, সমাজের জন্য, বিশ্বের জন্য কী করতে পারছি।’
মেলিন্ডা আরও বলেন, ‘গবেষণা জানাচ্ছে, যাঁরা অর্থপূর্ণ কাজে নিজেদের নিয়োজিত রাখেন, তাঁরা নিজেদের বডি ইমেজ নিয়ে খুব কমই ভাবেন। আমি নিজের চেহারা ও শরীর নিয়ে ভাবা বাদ দিয়ে অন্যের জন্য কী করতে পারি, সেখানে মনোযোগ দিলাম। আর ঠিক সে সময় থেকেই মূলত বাঁচতে শুরু করলাম।’
আরও পড়ুনযে ১০ পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ২০ ফেব্রুয়ারি ২০২৫বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদ বিষয়ে মেলিন্ডা বলেন, ‘বিচ্ছেদ মারাত্মক কঠিন সিদ্ধান্ত ছিল। এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হয় না। আমাদের ২৭ বছরের সংসার, সন্তান। দুজন মিলে যেসব কাজ করছিলাম, সব মিলিয়ে বিচ্ছেদ ছিল জীবনের বড় বিপর্যয়। তবে এই বিচ্ছেদ জরুরি ছিল। অবশ্যম্ভাবী ছিল। আর এটাও সত্য, আগে যদি জানতাম যে আমাদের বিচ্ছেদ হবে, তারপরও তাঁকেই (বিল গেটস) বিয়ে করতাম আর জীবনে যা যা করেছি, তার সবই করতাম।’
১৯৮৭ সালে মাইক্রোসফট সেলস কনফারেন্সে মেলিন্ডা ও বিল গেটসের প্রথম দেখা। তখন মেলিন্ডা মাইক্রোসফটের প্রডাক্ট ম্যানেজার, আর বিল গেটস সিইও। ১৯৯৪ সালে তাঁরা বিয়ে করেন। ২০২১ সালে বিচ্ছেদ হয় এই জুটির।
আরও পড়ুনবিয়ের অনেক বছর পরও কেন বিচ্ছেদ হয়১০ জুলাই ২০২৪মেলিন্ডা বলেন, ‘অবশ্যই এমন কারণ ছিল যে আমার পক্ষে এই বিয়ের সম্পর্কে থাকা আর সম্ভব হয়নি।’ ৬০ বছর বয়সী মেলিন্ডা এখন আরেক প্রযুক্তি উদ্যোক্তা, ৪৮ বছর বয়সী ফিলিপ ভনের সঙ্গে রোমান্টিক সম্পর্কে আছেন। বেশ কয়েকবার তাঁরা দুজন ক্যামেরাবন্দী হয়েছেন জনসম্মুখে। সঙ্গী কে, সেটি প্রকাশ না করলেও মেলিন্ডা বলেন, ‘অনেক ভালো আছি। অনেক অনেক ভালো আছি।’
মেলিন্ডার এই সাক্ষাৎকারের সঙ্গে বিল গেটসের সাম্প্রতিক সাক্ষাৎকারের মিল আছে। সেখানে বিল গেটসও জানিয়েছেন যে তিনি আবার শুরু থেকে শুরু করার সুযোগ পেলে মেলিন্ডাকেই বিয়ে করতেন। আবার এ-ও জানিয়েছেন যে তিনি তাঁর বর্তমান সঙ্গী পলা হার্ডের সঙ্গে খুব সুখে আছেন, চমৎকার সময় কাটাচ্ছেন।
মেলিন্ডার স্মৃতিকথা ‘দ্য নেক্সট ডোর’ প্রকাশিত হলে বিল গেটসের সঙ্গে বিচ্ছেদ ও বর্তমান রোমান্টিক সম্পর্ক নিয়ে আরও বিস্তারিত জানা যাবে।
সূত্র: পিপল
আরও পড়ুনঢেউ নও, তুমি পানি: মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস২৩ জুন ২০২৪