প্রকাশিত হয়েছে গাজী মুনছুর আজিজের ভ্রমণগ্রন্থ
Published: 20th, February 2025 GMT
বইমেলায় এসেছে গাজী মুনছুর আজিজের নতুন ভ্রমণগ্রন্থ ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’। প্রকাশ করেছে প্রান্ত প্রকাশন। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। লেখক পাখি দেখতে দেশের বিভিন্ন উপকূল, হাওরসহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন। সেই বর্ণনা তুলে ধরেছেন বইটিতে।
দীর্ঘ গবেষণা শেষে লেখক বইটিতে লিখেছেন, মূলত বাংলাদেশে আবাসিক ও পরিযায়ী মিলিয়ে প্রায় ৭৩০ প্রজাতির পাখির বসবাস। ৩৩০ প্রজাতি আবাসিক। বাকিগুলো পরিযায়ী। তবে সব পাখি সব সময় সব স্থানে বসবাস করে না। বরং নির্দিষ্ট পাখি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানেই বসবাস করে।
বইটি পাওয়া যাবে প্রান্ত প্রকাশনের ৭৪৯-৭৫০ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান)। দাম ২৫০ টাকা।
আরো পড়ুন:
জাহিদ সোহাগের কবিতার বই ‘চেয়ারের মুখোমুখি’
বইমেলায় শাহ্ আলমের ‘হৃদয়ে জুলাই ৩৬’
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভ্রমণগ্রন্থ ‘নান্দনিক নেপাল’ প্রকাশিত
গাজী মুনছুর আজিজের ভ্রমণগ্রন্থ ‘নান্দনিক নেপাল’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস। প্রচ্ছদ ও বইনকশা করেছেন আজহার ফরহাদ।
হিমালয়ের হৃদয়ে বসে থাকা এক অপার্থিব বিস্ময় নেপাল। ছোট্ট এ দেশ যেন প্রকৃতির হাতে লেখা এক কবিতা; যার প্রতিটি ছন্দে আছে তুষারচূড়ার সাদা রূপ, হাজার বছরের ইতিহাস আর মানুষের হাস্যোজ্জ্বল মুখ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট শুধু এ দেশের গর্ব নয়, পৃথিবীর প্রতিটি অভিযাত্রীর স্বপ্নও; সঙ্গে আরো অনেক পর্বত, যার টানেই প্রতি বছর অসংখ্য মানুষ এখানে ছুটে আসেন।
আরো পড়ুন:
রাজশাহীর বইমেলায় পুরাতন বই বদলের সুযোগ
বিনোদন খাতে নারীর নেতৃত্ব নিয়ে তানিয়া আফরিনের বই
বইটিতে নেপালকে দেখা যাবে নানা রূপে; ইতিহাসে, ধর্মে, প্রকৃতি আর মানুষের গল্পে। এখানকার প্রাচীন স্থাপনাগুলো হাজার বছরের হারানো রাজবংশের স্বাক্ষ্য বহন করে; সেইসঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন পৃথিবীর এক জীবন্ত চিত্রপট। এসবের কেন্দ্রে আছে থামেল শহর; যেখানে রাত কখনো ঘুমায় না, জীবন কখনো থেমে থাকে না।
প্রতিটি লেখার সঙ্গে পৃষ্ঠাজুড়ে একাধিক রঙিন ছবি আছে। ১১২ পৃষ্ঠার বইটির দাম ৪২০ টাকা।
ঢাকা/সাইফ