বরগুনার পাথরঘাটায় বাক্প্রতিবন্ধী ভাইবোনের বাড়ি দখলে ব্যর্থ হয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। প্রতিবেশী প্রবাসী ও তার স্ত্রী ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এই হামলা করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। 
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাঁঠালতলী ইউনিয়নের আমতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন– আকিমুননেছা (৭০), তাঁর মেয়ে পারভীন আক্তার, ছেলে নজরুল হক, লিটন হাওলাদার ও নাতি লিপি বেগম (৬)। আহত পারভীন ও নজরুল হক বাক্প্রতিবন্ধী। 
আহত লিটন হাওলাদার জানান, তারা চার ভাইবোন। বাড়িটি তাঁর ভাই সাইদুল হকের। সে মারা যাওয়ার পর তাঁর স্ত্রী চলে যান বাবার বাড়ি। এর পর থেকে ওই বাড়িতে চার ভাইবোন বসবাস করছেন। বাড়িটির ওপর নজর পড়ে প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী নাসরীন বেগমের। তারা বাড়িটি কিনে নিতে চায়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ৩ ফেব্রুয়ারি রাতে তাদের ঘরে আগুন দিতে আসে কয়েকজন। বাধা দিলে তাঁকে মেরে হাত-পা ভেঙে দেওয়া হয়। এ সময় গ্রামবাসী মিজানুর রহমানের ভগ্নিপতি ইলিয়াসকে ধরে থানায় সোপর্দ করে। আদালত থেকে জামিন নিয়ে ইলিয়াস ও তার শ্যালকের বউ নাসরীন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ফের বাড়িতে হামলা করে ঘর ভাঙচুরসহ মালপত্র লুট করে নেয়। এখন প্রতিবন্ধী দুই ভাইবোনসহ তারা খোলা জায়গায় বসবাস করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মিজানুর রহমান কয়েক বছর ধরে প্রবাসে থাকেন। প্রচুর টাকার মালিক হয়েছেন। তাদের বাড়ির পরিসর বাড়াতে প্রতিবন্ধীদের জমি দখল করতে পরিকল্পিত এ হামলা চালিয়েছে। 
এ বিষয়ে কথা বলতে নাসরীন বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
এ সময় কথা হয় ইলিয়াস মিয়ার সঙ্গে। তিনি জানান, তার শ্যালক ওই বাড়িতে জমি পাবে। কিন্তু তারা দিতে চায় না। তা নিয়ে বিরোধ চলছে। মারামারি বা ঘর ভাঙার কোনো ঘটনা ঘটেনি। 
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ