নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাব: মাওলানা মামুনুল হক
Published: 3rd, March 2025 GMT
আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ করতে সম্ভব সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাব ইনশা আল্লাহ।’
আজ সোমবার ভোরে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মিসফালা এলাকার আল হিব্বা হোটেল মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা শাখার সাহ্রি মাহফিলে মামুনুল হক এ কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ মক্কায় মামুনুল হকের সাহ্রি মাহফিলে দেওয়া বক্তব্য গণমাধ্যমে পাঠান।
বক্তব্যে ঐতিহাসিক তিনটি রাজনৈতিক পটপরিবর্তনের কথা উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪–এর চেতনাকে সমুন্নত করতে হবে। এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার।’
জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র-তরুণদের দলের প্রতি ইঙ্গিত করে খেলাফত মজলিসের আমির বলেন, ‘দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদের তাদের তত্ত্বাবধান করতে হবে। তবে তরুণদেরও স্মরণ রাখতে হবে, কোনোক্রমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না।’ তিনি বলেন, দলগত বিভেদ-মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মক্কা শাখার সভাপতি হাবিবুল্লাহ হারুণের সভাপতিত্বে সাহ্রি মাহফিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, সহসমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলী আজম, মক্কা মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামীর মক্কা মহানগর সভাপতি আহমেদ আবদুল বাকি প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ম ন ল হক র জন ত ইসল ম
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব