সমাজে আলাদা করে প্রবীণদের নিয়ে চিন্তাভাবনা কিংবা কাজ তেমন হয় না বললেই চলে। প্রবীণরা বরাবরই উপেক্ষিত থেকে যান। সমাজের পিছিয়ে পড়া অংশে এই উপেক্ষা আর বঞ্চনার হার আরো বেশি। এ অবস্থায় ‘প্রবীণ নারীর জন্য ভালোবাসা’ স্লোগানকে সামনে রেখে বস্তিতে বসবাসরত প্রবীণদের উপহার সামগ্রী দিয়েছেন সমাজের একদল সামর্থ্যবান প্রবীণ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তির কমিউনিটি রিসোর্স সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে এর আয়োজন করে জনউদ্যোগ, এজিং সাপোর্ট ফোরাম ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলেপমেন্ট (আইইইডি)। অনুষ্ঠানে পোড়াবস্তির ১০০ জন প্রবীণ বাসিন্দাকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনউদ্যোগের আহ্বায়ক ডা.

মুশতাক হোসেন, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, জ্যেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, সমন্বয়কারী সঞ্চিতা তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জীবন কানাই দাস, এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী, প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম ও পুষ্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি রেবেকা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথি তাসমিমা হোসেন বলেন, ‘‘প্রবীণদের নিয়ে কেউ কাজ করতে চায় না। বিশেষ করে প্রবীণ নারীদের পাশে কেউ থাকতে চায় না। জীবনের একটা পর্যায়ে প্রবীণ নারীরা সমাজে অবহেলিত থাকে। আজকে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত বোধ করছি।’’

আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান বলেন, ‘‘মানুষে মানুষে ভেদাভেদ দূর করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি আমরা। প্রবীণদের পাশে প্রবীণরাই আজ এগিয়ে এসেছেন। আজকের আয়োজন আরো অনেককে অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী। এ ধরনের উদ্যোগকে আইইডি সবসময় সাধুবাদ জানায়।’’

এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী বলেন, ‘‘আমাদের ফোরাম দীর্ঘদিন যাবত প্রবীণদের নিয়ে কাজ করে। সব সময় প্রবীণদের সহযোগিতা করে আসছে। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে ‘প্রবীণ নারীর জন্য ভালোবাসা’ স্লোগানে বস্তিতে বসবাসরত নিম্নআয়ের মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’’

প্রবীণদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্ববোধ তৈরির বার্তা দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ দীর্ঘদিন ধরে এ ধরনের সচেতনতা তৈরিতে কাজ করে আসছে।

ঢাকা/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব ণ ন র অন ষ ঠ ন ক জ কর র জন য

এছাড়াও পড়ুন:

আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল

কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র‍্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।

কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।

আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫

ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’

ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।

নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’

২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।

আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫

তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’

ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।

ইয়ামালের গোল উদ্‌যাপন। কাল রাতে এলচের বিপক্ষে

সম্পর্কিত নিবন্ধ