সুর ও ছন্দের অপূর্ব মেলবন্ধনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে মঙ্গলবার অনুষ্ঠিত হলো চারুতা সংগীত একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে একাডেমির চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর মুক্ত মঞ্চে সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় দলীয় নৃত্য। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.

শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ মাহমুদ তানভীর, পংকজ কুমার সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চারুতা সংগীত একাডেমির নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি। 
বাচিক শিল্পী এহ্তেশামুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চারুতা সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজল আমিন শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘চট্টগ্রামে সুস্থ সংস্কৃতিচর্চার প্রচার ও প্রসারে চারুতা সংগীত একাডেমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। শিশু-কিশোরদের মনন বিকাশে শুদ্ধ সংস্কৃতিচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: স গ ত এক ড ম র অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।

লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা