ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, কোনো হুমকির মুখে ইরান আলোচনার টেবিলে বসবে না। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ কথা বলেছেন তিনি।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের শীর্ষ কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি তেহরানকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। আর তেহরান এতে রাজী না হলে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানকে দুটি উপায়ে মোকাবেলা করা যেতে পারে: সামরিকভাবে, অথবা আপনি একটি চুক্তি করুন যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে।”

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের সাথে এক বৈঠকে খামেনি বলেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো ‘তাদের নিজস্ব প্রত্যাশা চাপিয়ে দেওয়া।’

আলোচনার ব্যাপারে কিছু সরকারের দেওয়া হুমকি সমস্যা সমাধানের জন্য নয়। .

.. আলোচনা তাদের জন্য নতুন দাবি করার একটি পথ, এটি কেবল ইরানের পারমাণবিক সমস্যা নিয়েই নয়। ... ইরান অবশ্যই তাদের প্রত্যাশা মেনে নেবে না।”

খামেনির মন্তব্যের জবাবে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস আলোচনা অথবা সামরিক পদক্ষেপের বিকল্পটি পুনর্ব্যক্ত করেছেন।

হিউজেস এক বিবৃতিতে বলেছেন, “আমরা আশা করি ইরানি সরকার সন্ত্রাসের চেয়ে তার জনগণ ও সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেবে।”

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ