দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড ৩৭ বছরে পদার্পণ করেছে আজ ১২ মার্চ। এই দীর্ঘ পথচলায় শেল্‌টেক্‌ আবাসন খাতের বাইরে সিরামিকস, কনসালটেন্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রোপার্টি ম্যানেজমেন্ট, কার্গো পরিবহন, এসপিসি পোল, বুটিক হোটেল, ব্রোকারেজ হাউসসহ বহু ব্যবসায় যুক্ত হয়ে শক্তিশালী কনগ্লোমারেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 

চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদের দূরদর্শিতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে আরও সম্প্রসারণের পথে এগিয়ে যাচ্ছে শেল্‌টেক্‌। শেল্‌টেক্‌ প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে প্রয়াত ড.

তৌফিক এম সেরাজ এবং ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন উদ্দিন আহমেদের হাত ধরে। প্রতিষ্ঠার পর থেকে আবাসিক, বাণিজ্যিক এবং মিশ্র-ব্যবহার প্রকল্পের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে শেল্‌টেক্‌। 

মানসম্মত নির্মাণ, নির্ধারিত সময়ে হস্তান্তর এবং ক্লায়েন্ট-সন্তুষ্টির মাধ্যমে শেল্‌টেক্‌ বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে পথপ্রদর্শক  হিসেবে খ্যাতি অর্জন করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে সক্রিয় অবদান রাখা ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি নানাবিধ জনকল্যাণকর কার্যসম্পাদনের মাধ্যমে বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করেছে। বর্ষপূর্তিতে শেল্‌টেক্‌ টাওয়ারের ড. তৌফিক এম সেরাজ লাউঞ্জে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ