নেদারল্যান্ডসে দুই দিনের বাংলাদেশি পণ্যের প্রদর্শনী শুরু ১৭ এপ্রিল
Published: 13th, March 2025 GMT
বাংলাদেশের শিল্প খাতের সাফল্যগাথা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে আবারও হতে যাচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ সম্মেলন ও প্রদর্শনী।
আমস্টারডামের অন্যতম আইকনিক ভেন্যু বেয়ার্স ভ্যান বারলেজে আগামী ১৭ এপ্রিল ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শুরু হবে। এতে বাংলাদেশের আট শিল্প খাতে অর্ধশত প্রতিষ্ঠান অংশ নেবে। তারা নিজেদের উদ্ভাবনী পণ্য, টেকসই ব্যবস্থাপনা এবং স্বচ্ছতার ক্ষেত্রগুলো প্রদর্শন করবে। এতে দেড় হাজারের বেশি দর্শনার্থী অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
দ্বিতীয়বারের মতো বেস্ট অব বাংলাদেশ আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। এই আয়োজনে সহায়তা করছে পিডিএস লিমিটেড, সিটি ব্যাংক ও কেডিএস গ্রুপ। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সম্মেলন ও প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে। বিএইর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলন ও প্রদর্শনীতে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া প্যানেল আলোচনা এবং ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এসব আয়োজনের মাধ্যমে দেশের শিল্প ও পরিবর্তিত ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দেবে।
এবারের প্রদর্শনীতে ফোরএ ইয়ার্ন ডাইং, ব্রেইন স্টেশন ২৩, বিগাইট গ্রুপ, বন্ডস্টেইন টেকনোলজিস, সিটি ব্যাংক, সেন্ট্রোটেক্স, সাইক্লো, ডেলমাস অ্যাপারেলস, ডিজাইনার ফ্যাশন, ফকির গ্রুপ, কেডিএস গ্রুপ, নিট এশিয়া, লেদারিনা, ম্যাপড ইন বাংলাদেশ, নুরিশ ফিডস, নোইজ জিন্স, প্যাডকস জিন্স, প্যাসিফিক জিন্স লিমিটেড, পিডিএস, প্যাসিফিক নিটেক্স, প্যারাগন গ্রুপ, রিভার্স রিসোর্স, রাইজিং গ্রুপ, শিন শিন অ্যাপারেলস, শাঙ্গু টেক্স, তুর্জ টেক্স, টারাঙ্গোসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, শিল্পের উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের জন্য ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ একটি দুর্দান্ত সুযোগ সৃষ্টি করেছে। প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন ও প্যানেল আলোচনার মাধ্যমে বাংলাদেশকে প্রধান বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরবে এই আয়োজন। তিনি আরও বলেন, এই আয়োজন ইউরোপীয় ভোক্তাদের জন্য বাংলাদেশে তৈরি মানসম্মত পণ্য ও অনুপ্রেরণামূলক গল্পগুলো জানার সুযোগ করে দেবে।
২০২৩ সালের ৪ ও ৫ সেপ্টেম্বর আমস্টারডামের গ্যাশউডার ওয়েস্টারগাস ভেন্যুতে প্রথম বেস্ট অব বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল। সেবার পোশাক-বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব স ট অব ব ইউর প
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে