Samakal:
2025-11-03@01:35:49 GMT

স্মার্ট ফ্যাশন

Published: 16th, March 2025 GMT

স্মার্ট ফ্যাশন

বিশ্বের প্রযুক্তিবিদ্যার মঞ্চে যেন বর্ণিল, বহুমাত্রিক আর হালকা গড়ন উদ্ভাবনের আবহ এখন। দুর্দান্ত ব্যাটারি সক্ষমতায় বৈচিত্র্য আসবে সব স্মার্ট ডিভাইসে...

বিশ্ব প্রযুক্তি মঞ্চে স্মার্ট ঘরানার উদ্ভাবনী পণ্য উপস্থাপনে সব ব্র্যান্ডই নিজেদের ভবিষ্যৎ সক্ষমতা প্রদর্শন করেছে। বর্ষসেরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সাড়া জাগানোর পর বাংলাদেশের প্রযুক্তি-ভক্তরা উদ্ভাবনী পণ্য পেতে অধীর আগ্রহে অপেক্ষা করেন। চলতি বছর তেমনই সব পণ্য সামনে এসেছে।
চলতি বছরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) আসরে অংশ নেয় বিশ্বসেরা সব উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড। নিজস্ব ব্র্যান্ডের এআই ইকোসিস্টেমের পণ্য উন্মোচনের মাধ্যমে প্রযুক্তি-ভক্তদের সামনে উপস্থিত হয় টেকনো। জানা গেছে, বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী কানেক্টিভিটি ইভেন্ট হিসেবে পরিচিত এমন আয়োজনে যে কোনো ব্র্যান্ড এআই ইকোসিস্টেম থেকে কয়েকটি উদ্ভাবনী ও অত্যাধুনিক পণ্য প্রদর্শন করে। যার মধ্যে ক্যামন স্মার্টফোন সিরিজ, স্পার্ক স্লিম, ফ্যান্টম আলটিমেট টু ট্রাই-ফোল্ড, এআই গ্লাসেস প্রো ও মেগাবুক এস১৪ অন্যতম।
বিশ্বের অন্যতম হালকা ১৪ ইঞ্চি ওএলইডি ল্যাপটপ মেগাবুক এস ১৪ মডেল। ব্র্যান্ডের এটি প্রথম ওএলইডি ল্যাপটপ, যেখানে ২.

৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্স এলিট কম্পিউটার প্ল্যাটফর্ম আর এআই-সমৃদ্ধ মাল্টিটাস্কিং নিশ্চিত করতে বিশ্বের প্রথম স্বনির্মিত এজ-সাইড লার্জ-স্কেল এআই মডেল ব্যবহার করা হয়েছে।
সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ইন্টারেকশন ও মসৃণ ডিজাইনের কারণে নতুন এআই গ্লাসেস সিরিজ দর্শনার্থীর নজর কাড়ে। ৫০ মেগাপিক্সেল 
হাই-ডেফিনেশন ক্যামেরা, ওভি৫০ডি সেন্সর সমন্বিত সিরিজে ১০০ ডিগ্রি আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল কাস্টম লেন্স আর এআই আইএসপি ইমেজিং চিপ ইমেজিং সিস্টেমকে অত্যাধুনিক মোবাইলের মতোই করেছে। কৃত্রিম (এআই) নয়েজ রিডাকশন ও এইচডিআর সক্ষমতা ব্যবহার করে উচ্চমান ও ঝকঝকে ছবি তোলার সুযোগ তৈরি হবে।
জানা গেছে, বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন স্পার্ক স্লিম। মাত্র ৫.৭৫ মিলিমিটার পুরুত্বের ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাতলা ডিজাইনের হলেও মডেলের পারফরম্যান্সে তারতম্য হবে না।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল

কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র‍্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।

কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।

আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫

ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’

ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।

নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’

২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।

আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫

তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’

ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।

ইয়ামালের গোল উদ্‌যাপন। কাল রাতে এলচের বিপক্ষে

সম্পর্কিত নিবন্ধ