Samakal:
2025-07-31@08:25:09 GMT

স্মার্ট ফ্যাশন

Published: 16th, March 2025 GMT

স্মার্ট ফ্যাশন

বিশ্বের প্রযুক্তিবিদ্যার মঞ্চে যেন বর্ণিল, বহুমাত্রিক আর হালকা গড়ন উদ্ভাবনের আবহ এখন। দুর্দান্ত ব্যাটারি সক্ষমতায় বৈচিত্র্য আসবে সব স্মার্ট ডিভাইসে...

বিশ্ব প্রযুক্তি মঞ্চে স্মার্ট ঘরানার উদ্ভাবনী পণ্য উপস্থাপনে সব ব্র্যান্ডই নিজেদের ভবিষ্যৎ সক্ষমতা প্রদর্শন করেছে। বর্ষসেরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সাড়া জাগানোর পর বাংলাদেশের প্রযুক্তি-ভক্তরা উদ্ভাবনী পণ্য পেতে অধীর আগ্রহে অপেক্ষা করেন। চলতি বছর তেমনই সব পণ্য সামনে এসেছে।
চলতি বছরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) আসরে অংশ নেয় বিশ্বসেরা সব উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড। নিজস্ব ব্র্যান্ডের এআই ইকোসিস্টেমের পণ্য উন্মোচনের মাধ্যমে প্রযুক্তি-ভক্তদের সামনে উপস্থিত হয় টেকনো। জানা গেছে, বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী কানেক্টিভিটি ইভেন্ট হিসেবে পরিচিত এমন আয়োজনে যে কোনো ব্র্যান্ড এআই ইকোসিস্টেম থেকে কয়েকটি উদ্ভাবনী ও অত্যাধুনিক পণ্য প্রদর্শন করে। যার মধ্যে ক্যামন স্মার্টফোন সিরিজ, স্পার্ক স্লিম, ফ্যান্টম আলটিমেট টু ট্রাই-ফোল্ড, এআই গ্লাসেস প্রো ও মেগাবুক এস১৪ অন্যতম।
বিশ্বের অন্যতম হালকা ১৪ ইঞ্চি ওএলইডি ল্যাপটপ মেগাবুক এস ১৪ মডেল। ব্র্যান্ডের এটি প্রথম ওএলইডি ল্যাপটপ, যেখানে ২.

৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্স এলিট কম্পিউটার প্ল্যাটফর্ম আর এআই-সমৃদ্ধ মাল্টিটাস্কিং নিশ্চিত করতে বিশ্বের প্রথম স্বনির্মিত এজ-সাইড লার্জ-স্কেল এআই মডেল ব্যবহার করা হয়েছে।
সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ইন্টারেকশন ও মসৃণ ডিজাইনের কারণে নতুন এআই গ্লাসেস সিরিজ দর্শনার্থীর নজর কাড়ে। ৫০ মেগাপিক্সেল 
হাই-ডেফিনেশন ক্যামেরা, ওভি৫০ডি সেন্সর সমন্বিত সিরিজে ১০০ ডিগ্রি আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল কাস্টম লেন্স আর এআই আইএসপি ইমেজিং চিপ ইমেজিং সিস্টেমকে অত্যাধুনিক মোবাইলের মতোই করেছে। কৃত্রিম (এআই) নয়েজ রিডাকশন ও এইচডিআর সক্ষমতা ব্যবহার করে উচ্চমান ও ঝকঝকে ছবি তোলার সুযোগ তৈরি হবে।
জানা গেছে, বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন স্পার্ক স্লিম। মাত্র ৫.৭৫ মিলিমিটার পুরুত্বের ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাতলা ডিজাইনের হলেও মডেলের পারফরম্যান্সে তারতম্য হবে না।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তানোরে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এসব টাকা চুরির অভিযোগে আরজেদ আলী ওরফে কুরহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার জোড়পাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুরহানের বাড়ির পেছনে মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর আগেই কুরহানকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা উদ্ধারের পর বুধবার বিকেলে কুরহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে গত সোমবার তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে মোবাইল ফোনে কথা বলার সময় মাবিয়া খাতুন তার টাকার ব্যাগটি চেয়ারের পাশে রাখেন। এ সুযোগে কৌশলে ব্যাগটি নিয়ে সটকে পড়ে কুরহান।

মোবাইল ফোনে কথোপকথন শেষে ব্যাগটি না পেয়ে কান্নাকাটি শুরু করেন মাবিয়া খাতুন। এতে পুরো অফিসজুড়ে হইচই পড়ে যায়। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছে। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত করে। মঙ্গলবার রাতেই কুরহানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশকে কুরহান জানিয়েছেন, ব্যাগটি চুরি করে কাউকে কিছু না বলে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে তা পুঁতে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টাকা খরচের পরিকল্পনা ছিল তার। তবে, এত দ্রুত ধরা পড়বেন, সেটা ভাবেননি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, কুরহান চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ব্যাগভর্তি টাকা। আদালতের অনুমতি নিয়ে এই টাকা মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত নিবন্ধ