বিআইডিএসের নতুন মহাপরিচালক ড. এনামুল হক
Published: 20th, March 2025 GMT
বাংলাদেশ ইনস্টিউটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. এ. কে. এনামুল হক। বৃহস্পতিবার তিনি প্রতিষ্ঠানটির সদ্য সাবেক মহাপরিচালক ড. বিনায়ক সেনের স্থলাভিষিক্ত হন।
অধ্যাপক এনামুল হক ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার উপ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে তিনি একজন পরিবেশ বিষয়ক অর্থনীতিবিদ। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ বিশেষ করে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, কৃষি ও শহরের বিভিন্ন সমস্যা নিয়ে তার গবেষণা রয়েছে।
অধ্যাপক এনামুল বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), সেভ দ্য চিলড্রেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ইউএনডিপিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া কানাডার অন্টারিওর গ্যলফ বিশ্ববিদ্যালয় থেকে ‘ন্যাচারাল রিসোর্স ইকোনমিকস’–এর ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।