বাংলাদেশ ইনস্টিউটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. এ. কে. এনামুল হক। বৃহস্পতিবার তিনি প্রতিষ্ঠানটির সদ্য সাবেক মহাপরিচালক ড. বিনায়ক সেনের স্থলাভিষিক্ত হন।

অধ্যাপক এনামুল হক ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার উপ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে তিনি একজন পরিবেশ বিষয়ক অর্থনীতিবিদ। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ বিশেষ করে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, কৃষি ও শহরের বিভিন্ন সমস্যা নিয়ে তার গবেষণা রয়েছে।

অধ্যাপক এনামুল বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), সেভ দ্য চিলড্রেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ইউএনডিপিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া কানাডার অন্টারিওর গ্যলফ বিশ্ববিদ্যালয় থেকে ‘ন্যাচারাল রিসোর্স ইকোনমিকস’–এর ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ