সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনে নিম্নমুখী ধারা ছিল শেয়ারবাজারে। এ ছাড়া বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছে। তবে দুর্বল মৌলভিত্তির এবং বিতর্কিত কিছু কোম্পানির শেয়ার ছিল দর বৃদ্ধি এবং লেনদেনের শীর্ষে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল বোর্ডে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ১৩১টির দর বেড়েছে। বিপরীতে কমেছে ১৭৬টির দর এবং অপরিবর্তিত ছিল ৫০টির। বেশির ভাগ শেয়ার দর হারানোয় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট হারিয়ে ৫২০১ পয়েন্টে নেমেছে। এ নিয়ে সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই সূচক কমেছে।
ডিএসইর খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ব্যাংক, বীমা, খাদ্য ও আনুষঙ্গিক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, কাগজ ও ছাপাখানা খাতের তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এসব খাতে তালিকাভুক্ত ১৩০ কোম্পানির মধ্যে ২৮টির দর বেড়েছে। বিপরীতে ৮৬টির দর কমেছে। ব্যাংকিং খাতের ৬৫ কোম্পানির মধ্যে ২২টির এবং বীমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৮টি দর হারিয়েছে।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট এবং তথ্যপ্রযুক্তি খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তিন খাতের ৪১ কোম্পানির মধ্যে ২৫টির দর বেড়েছে এবং কমেছে ৭টির দর। জ্বালানি ও বিদ্যুৎ এবং প্রকৌশল খাতের তুলনামূলক বেশিসংখ্যক কোম্পানির শেয়ারদর বাড়লেও ভিন্ন চিত্র ছিল ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতে।
এদিকে একক কোম্পানি হিসেবে সাড়ে ৯ থেকে প্রায় ১০ শতাংশ দর বেড়ে দর বৃদ্ধির তালিকার শীর্ষে ছিল প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং মাইডাস ফাইন্যান্স। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ২০১৯ সালের পর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। সর্বশেষ নগদ লভ্যাংশ দিয়েছিল ২০১৫ সালে। অথচ সর্বাধিক প্রায় ১০ শতাংশ দর বেড়ে এ কোম্পানির শেয়ার সর্বশেষ সাড়ে ৬৩ টাকায় কেনাবেচা হয়।
দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে থাকা পদ্মা লাইফ ২০২১ সালে সর্বশেষ ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। গতকাল এ কোম্পানির শেয়ার সাড়ে ৯ শতাংশ দর বেড়ে ২৪ টাকা ১০ পয়সাতে কেনাবেচা হয়েছে। প্রায় একই হারে দর বৃদ্ধি পেয়ে তৃতীয় অবস্থানে থাকা মাইডাস ফাইন্যান্স ২০২২ সালে দেড় শতাংশ লভ্যাংশ দিয়েছিল। গতকাল ডিএসইতে ৪৯৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের থেকে সাড়ে ১৬ কোটি টাকা বেশি। এর মধ্যে বেক্সিমকো গ্রুপভুক্ত শাইনপুকুর সিরামিকস প্রায় সাড়ে ২০ কোটি টাকার লেনদেন নিয়ে ছিল শীর্ষে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র দর ব দ ধ দর ব ড় ছ ল নদ ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ