পাঁচ দিনের মধ্যে চার দিনই কমেছে সূচক
Published: 20th, March 2025 GMT
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনে নিম্নমুখী ধারা ছিল শেয়ারবাজারে। এ ছাড়া বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছে। তবে দুর্বল মৌলভিত্তির এবং বিতর্কিত কিছু কোম্পানির শেয়ার ছিল দর বৃদ্ধি এবং লেনদেনের শীর্ষে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল বোর্ডে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ১৩১টির দর বেড়েছে। বিপরীতে কমেছে ১৭৬টির দর এবং অপরিবর্তিত ছিল ৫০টির। বেশির ভাগ শেয়ার দর হারানোয় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট হারিয়ে ৫২০১ পয়েন্টে নেমেছে। এ নিয়ে সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই সূচক কমেছে।
ডিএসইর খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ব্যাংক, বীমা, খাদ্য ও আনুষঙ্গিক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, কাগজ ও ছাপাখানা খাতের তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এসব খাতে তালিকাভুক্ত ১৩০ কোম্পানির মধ্যে ২৮টির দর বেড়েছে। বিপরীতে ৮৬টির দর কমেছে। ব্যাংকিং খাতের ৬৫ কোম্পানির মধ্যে ২২টির এবং বীমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৮টি দর হারিয়েছে।
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট এবং তথ্যপ্রযুক্তি খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তিন খাতের ৪১ কোম্পানির মধ্যে ২৫টির দর বেড়েছে এবং কমেছে ৭টির দর। জ্বালানি ও বিদ্যুৎ এবং প্রকৌশল খাতের তুলনামূলক বেশিসংখ্যক কোম্পানির শেয়ারদর বাড়লেও ভিন্ন চিত্র ছিল ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতে।
এদিকে একক কোম্পানি হিসেবে সাড়ে ৯ থেকে প্রায় ১০ শতাংশ দর বেড়ে দর বৃদ্ধির তালিকার শীর্ষে ছিল প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং মাইডাস ফাইন্যান্স। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ২০১৯ সালের পর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। সর্বশেষ নগদ লভ্যাংশ দিয়েছিল ২০১৫ সালে। অথচ সর্বাধিক প্রায় ১০ শতাংশ দর বেড়ে এ কোম্পানির শেয়ার সর্বশেষ সাড়ে ৬৩ টাকায় কেনাবেচা হয়।
দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে থাকা পদ্মা লাইফ ২০২১ সালে সর্বশেষ ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। গতকাল এ কোম্পানির শেয়ার সাড়ে ৯ শতাংশ দর বেড়ে ২৪ টাকা ১০ পয়সাতে কেনাবেচা হয়েছে। প্রায় একই হারে দর বৃদ্ধি পেয়ে তৃতীয় অবস্থানে থাকা মাইডাস ফাইন্যান্স ২০২২ সালে দেড় শতাংশ লভ্যাংশ দিয়েছিল। গতকাল ডিএসইতে ৪৯৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের থেকে সাড়ে ১৬ কোটি টাকা বেশি। এর মধ্যে বেক্সিমকো গ্রুপভুক্ত শাইনপুকুর সিরামিকস প্রায় সাড়ে ২০ কোটি টাকার লেনদেন নিয়ে ছিল শীর্ষে।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ য় রব জ র দর ব দ ধ দর ব ড় ছ ল নদ ন
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে