লেবাননের সাইদায় প্রাণপ্রাচুর্যে ভরা রমজান
Published: 25th, March 2025 GMT
লেবাননের দক্ষিণাঞ্চলের সাইদা শহর রমজান মাসে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রাণবন্ততায় ভরে ওঠে। শহরের প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতি যেন এ-মাসে সরবে উদ্ভাসিত হয়। রমজান মাসে শহরের রাস্তাঘাট ও অলিগলিতে থাকে এক বিশেষ সুর, যা স্থানীয় বাসিন্দা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে এক অনন্য পরিবেশ।
শহরজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
বৈরুত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সাইদা। রমজান মাসে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আয়োজিত হয় শিল্প প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী সংগীত সন্ধ্যা। দক্ষিণ লেবাননে সামরিক উত্তেজনা থাকলেও সাইদা শহর তার পূর্ববর্তী বছরের মতো আড়ম্বরে রমজান উদ্যাপন করেছে। রাত্রিগুলো একই রকম প্রাণবন্ত ও জমজমাট। ঐতিহ্যবাহী বিভিন্ন দলের প্যারেড, কাহাওয়াতি (ধার্মিক গল্প শোনানো), মাসহেরাতি (সাহরি ডাকতে আসা), শিল্প প্রদর্শনী এবং কারিগরদের পরিবেশনা চলছেই। এ ছাড়াও পুরোনো দিনের পোশাক পরে শহরবাসী গলিতে গলিতে ঢুকে সদলবলে তবলাও সনু ও দফ বাজিয়ে গায় ধর্মীয় সংগীত এবং লেবানীজ কবিতা।
আরও পড়ুনমস্কোয় রমজান: ইফতারে ভিন্ন জাতি ও সংস্কৃতির মিলন১৪ মার্চ ২০২৫আনন্দের ছোঁয়া যোগ করতে সিডনের পাড়া এবং গলিতে লোককাহিনীর দলগুলি ঘুরে বেড়ায় (আল জাজিরা).উৎস: Prothomalo
কীওয়ার্ড: রমজ ন
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে