মুক্তিযুদ্ধে পল-এলেন দম্পতির অজানা গল্প নিয়ে প্রদর্শনী শুরু
Published: 26th, March 2025 GMT
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পল কনেট ও এলেন কনেট দম্পতির অসাধারণ অবদানের গল্প নিয়ে তিন দিনব্যাপী এক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
আজ বুধবার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। প্রদর্শনীর যৌথ আয়োজক মুক্তিযুদ্ধ জাদুঘর ও গুলশান সোসাইটি।
জেমস গোল্ডম্যান বলেন, পল কনেট ও এলেন কনেটের যে গল্প, সেটা সত্যিই প্রেরণামূলক। এখানে আসার আগপর্যন্ত তাঁদের গল্প তিনি জানতেন না। এই গল্প দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধনেরই প্রতিফলন।
১৯৭১ সালের মার্চে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন নবদম্পতি পল ও এলেন কনেট ইউরোপে হানিমুন শেষ না করেই যুক্তরাজ্যের লন্ডনে ফেরেন। তাঁরা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে বৈশ্বিক জনমত গঠন, তহবিল সংগ্রহ ও গণহত্যার বিরুদ্ধে যুক্তরাজ্যের ট্রাফালগার স্কয়ারে হাজারো মানুষের সমাবেশ করেন।
এই দম্পতিসহ অন্য সংগঠকেরা মিলে ‘অ্যাকশন ফর বাংলাদেশ’ নামের একটা প্ল্যাটফর্ম গড়ে তোলেন। মুক্তিযোদ্ধাদের জন্য ওষুধপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। এসব ঘটনার স্থিরচিত্রসহ মুক্তিযুদ্ধে এই দুজনের অজানা সব গল্পের সম্ভার থাকছে এ প্রদর্শনীতে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত