আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। আর সেটা সম্ভব হয়েছে বোলার মিচেল স্টার্ক ও ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসের ব্যাটে।

বিশাক্ষাপত্তনমে আজ রোববার (৩০ মার্চ) হায়দরাবাদ আগে ব্যাট করতে নেমে স্টার্কের বোলিং তোপে ১৮.৪ ওভারেই ১৬৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ডু প্লেসিসের ফিফটিতে ভর করে ১৬ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে দিল্লি।

টস জিতে হায়দরাবাদ আগে ব্যাট করতে নেমে স্টার্কের তোপের মুখে পড়ে। ৩৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। প্রথম ওভারের পঞ্চম বলেই রান আউট হন অভিষেক শর্মা (১)। হায়দরাবাদের দলীয় রান তখন ১১। তৃতীয় ওভারের প্রথম বলে স্টার্ক আউট করেন ইশান কিশানকে (২)। হায়দরাবাদের রান তখন ২০। একই ওভারে দলীয় ২৫ রানের মাথায় নিতিশ কুমার রেড্ডিও আউট হন স্টার্কের বলে। ২ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। ৩৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় হায়দরাবাদ। এ সময় উইকেটের পেছনে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন ট্র্যাভিস হেড। ১২ বলে ৪টি চারে ২২ রান করেন হেড।

আরো পড়ুন:

নিউ জিল্যান্ডের ঘোরোয়া ক্রিকেট থেকে অবসরে ওয়াগনার

বাংলাদেশের সাবেক কোচ এখন নেপালের দায়িত্বে

সেখান থেকে অনিকেত ভার্মা ও হেইনরিখ ক্লাসেন ৭৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের আশা জাগান। কিন্তু ১১৪ রানের মাথায় মোহিম শর্মা ক্লাসেনকে ফিরিয়ে ভাঙেন বিপদজ্জনক হয়ে ওঠা এই জুটি। ক্লাসেন ১৯ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রান করে যান।

এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অনিকেতের ব্যাটে ১৬৩ রান পর্যন্ত যেতে পারে হায়দরাবাদ। অনিকেত ৪১ বলে ৫টি চার ও ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন। তাতে ১৮.

৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।

স্টার্ক ৩.৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫টি উইকেট নেন। কুলদীপ যাদব ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট।

১৬৩ রান তাড়া করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ১৬ ওভারেই জয় তুলে নেয় দিল্লি। উদ্বোধনী জুটিতে জেইক-ফ্রাসার-ম্যাকগার্ক ও ফাফ ডু প্লেসিস ৯ ওভারেই ৮১ রানের জুটি গড়ে দলের জয়ে ভিত গড়ে দেন। এই রানে ডু প্লেসিস ফিরেন ৩ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলে।

৯৬ রানের মাথায় ম্যাকগার্ক ফিরেন ৪টি চার ও ২ ছক্কায় ৩৮ রান করে। এরপর অভিষেক পোরেল মাত্র ১৮ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ট্রিস্টান স্টাবস ৩ চারে ২১ রানে অপরাজিত থাকেন। এছাড়া লোকেশ রাহুল ১৫ রান করেন।

বল হাতে হায়দরাবাদের জিসান আনসারী ৪ ওভারে ৪২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফাইফার নিয়ে ম্যাচসেরা হন দিল্লির স্টার্ক।

এই জয়ে দুই ম্যাচ খেলে দুটিই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে দিল্লি। অন্যদিকে ৩ ম্যাচ খেলে ২টিতে হেরে ও ১টিতে জিতে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আছে সপ্তম স্থানে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ য়দর ব দ র র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।

আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।

আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।

সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর