রোবোটিক্স ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা ভিভোর
Published: 3rd, April 2025 GMT
রোবোটিক্স ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিল ভিভো। বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্স ২০২৫-এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ ছাড়া একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে প্রথম মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট “ভিভো ভিশন”।
মঙ্গলবার চীনের বোয়াও হাইনানে চার দিনব্যাপী বার্ষিক এ সম্মেলন শুরু হয়।
বোয়াও ফোরামের চতুর্থ সম্মেলনের কৌশলগত অংশীদার হিসেবে ভিভো তাদের ব্লু টেকনোলজি ম্যাট্রিক্স (ব্লুইমেজ, ব্লুএলএম, ব্লুওএস, ব্লুচিপ, ব্লুভোল্ট), সিক্সজি প্রযুক্তির অগ্রগতি এবং বাজারে আসতে যাওয়া নতুন স্মার্টফোন ভিভো এক্স২০০ আল্ট্রা প্রদর্শন করেছে। ভিভো এক্স২০০ ফোনটিকে এবারের সম্মেলনের অফিসিয়াল স্মার্টফোন হিসেবেও ঘোষণা করা হয়েছে।
ভিভোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, চিফ অপারেটিং অফিসার ও ভিভো সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হু বেইশান ‘ভিভো রিলিজ মোমেন্ট’ সেশনে ’হিউম্যানিটি ইন দ্য ফিউচার অব টেকনোলজি বাই ভিভো’ শীর্ষক বক্তব্য দেন। ভিভোর গত তিন দশকের অগ্রযাত্রা তুলে ধরেন তিনি।
হু বেইশান বলেন, ভিভো এখন ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৫০ কোটি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। গত চার বছর ধরে চীনের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড এটি। মানবিক দৃষ্টিভঙ্গি, সহযোগিতা ও দূরদর্শিতা নিয়ে কাজ করে চলেছে ভিভো।
তিনি বলেন, বর্তমানে মোবাইল ফোন শিল্প প্রযুক্তির নতুন উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবোটিক্সের ক্ষেত্রে। এআই ডিজিটাল জগতে অনেক অগ্রগতি নিয়ে এসেছে। তবে রোবোটিক্স এখনও শারীরিক কাজকর্মের মধ্যেই সীমাবদ্ধ।
তিনি বলেন, উন্নত এআই, শক্তিশালী হার্ডওয়্যার ও বিভিন্ন অ্যাপ দিয়ে সাজানো স্মার্টফোনগুলো এআই এবং রোবোটিক্সের মধ্যে সংযোগ সাধন করতে পারে। এর ফলে নতুন প্রজন্মের জন্য ইন্টেলিজেন্ট ডিভাইস তৈরি করা সম্ভব হবে।
এ সম্পর্কিত পরিকল্পনার অংশ হিসেবে ভিভো রোবটিক্স ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন হু বেইশান। এই ল্যাবে রোবটের মস্তিষ্ক এবং চোখ তৈরি করতে ভিভোর এআই এবং বিশেষ কম্পিউটিংয়ের দক্ষতা ব্যবহার করা হবে।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে হু বেইশান বলেন, এআইভিত্তিক বড় মডেল ও ইমেজিংয়ে প্রায় এক দশকের অভিজ্ঞতার পাশাপাশি ভিভো ভিশন থেকে অর্জিত রিয়েল-টাইম স্পেসিয়াল কম্পিউটিং ক্ষমতা রোবটিক্সে নতুন উদ্ভাবন আনবে। ভিভো শিল্প রোবোটিক্সের পরিবর্তে ব্যক্তিগত ও বাসাবাড়িতে ব্যবহারের জন্য রোবটিক সমাধান তৈরি করতে চায়, যা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করবে। কোম্পানির লক্ষ্য হলো রোবটিক্সকে গবেষণাগার থেকে বের করে বাস্তব জীবনে ব্যবহার করা, যাতে বিভিন্ন মানুষের চাহিদা পূরণ হয়।
হু বেইশান ভিভোর প্রথম মিক্সড রিয়েলিটি হেডসেট ভিভো ভিশন উন্মোচন করেন। এটি মিক্সড রিয়েলিটি (এমআর) প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ সময় হু বলেন, ভিভো তার ইমেজিং দক্ষতা, এআই এবং রিয়েল-টাইম স্পেসিয়াল কম্পিউটিংয়ের মাধ্যমে আরও বাস্তবসম্মত ডিজিটাল অভিজ্ঞতা দিতে চায়। আগামী মাসে ভিভোর সর্বশেষ ইমেজিং টেকনোলজির ভিভো এক্স২০০ আল্ট্রা উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
স্মার্টফোন, এআই ও রোবোটিক্সের সংমিশ্রণে মানুষের দৈনন্দিন জীবনকে আরও উন্নত করতে ভিভো সামনের দিনগুলোতে কাজ করতে আগ্রহী বলে জানান হু বেইশান। তিনি জানান, ভিভো ব্লুটেক, সিক্সজি, এআই এবং মিক্সড রিয়েলিটিতে নিয়মিতভাবে বিনিয়োগ করতে চায়। এ ছাড়া পরবর্তী প্রজন্মের গ্রাহক প্রযুক্তিতে নেতৃত্ব দিতে চায় ভিভো। ভিভো তার শিল্প অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী ঘরে ঘরে ইন্টেলিজেন্ট রোবোটিক্স নিয়ে আসতে চায়, যাতে প্রযুক্তি মানুষের জীবনে আরও অর্থপূর্ণভাবে ও বাস্তবিক অর্থে কাজে লাগে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে