Samakal:
2025-11-03@01:26:15 GMT

নদী গিলে খাচ্ছে পৌর ময়লায়

Published: 5th, April 2025 GMT

নদী গিলে খাচ্ছে পৌর ময়লায়

আখালিয়া নদীর তীরে গড়ে উঠেছে ফুলবাড়িয়া পৌরসভার ভাগাড়। এসব আবর্জনা ক্রমশ নদীর অস্তিত্ব বিপন্ন করছে। পরিবেশ দূষিত হওয়ায় দুর্গন্ধে এলাকায় বসবাস করা দুষ্কর হয়ে উঠেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

পৌরসভার এসব আবর্জনা শুধু নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে না পাশাপাশি জলজ প্রাণী ও আশপাশের মানুষের জীবনযাত্রায়ও নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ভালুকজান ব্রিজ, চান্দের বাজার ব্রিজ, পৌরসভার সামনে কাঠের ব্রিজ ও আশপাশের এলাকায় আবর্জনার স্তূপ। একটু বৃষ্টি হলেই নদীর পার ঘেঁষে পৌরসভার ময়লার স্তূপ থেকে প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বস্তু নদীতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ফুলবাড়িয়া উপজেলার আখালিয়া নদী একসময় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ উদ্ভিদের জন্য উপযোগী ছিল। কিন্তু নদীটির পানি এখন দূষিত হয়ে গেছে। কিছু দিন আগেও দেখা যেত ছোট ছোট ব্রিজের ওপর দিয়ে শিশুরা লাফিয়ে লাফিয়ে গোসল করত, যা এখন আর দেখা যায় না। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ভাগাড়ের ময়লার দুর্গন্ধে এখন নদীর ওপর কাঠের ব্রিজে চলাচল করাই দুরূহ হয়ে পড়েছে। নদীর আশপাশে বসবাসকারী মানুষও পড়েছে স্বাস্থ্যঝুঁকিতে।

ময়লা-আবর্জনার কারণে বর্ষা মৌসুমে আখালিয়া নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে; যা দীর্ঘমেয়াদে নদীর নাব্য হ্রাস করতে পারে। এটি বন্যার ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি কৃষিতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় অনেকে। পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আবুল ফজল বলেন, পৌর কর্তৃপক্ষের এই অব্যবস্থাপনার ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে এবং বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনগণ দ্রুত এ সমস্যার সমাধান চায়। 

পৌরবাজারের ব্যবসায়ী নাজমুল হক সরকার কলেন, ‘এই আখালিয়া নদীর অস্তিত্ব রক্ষা করা শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অপরিহার্য। পৌরসভার কার্যকর উদ্যোগ ও সহযোগিতায় নদীটিকে দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব। প্রশাসনের নিষ্ক্রিয়তা দূর করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’

পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুনর রশিদ জানান, পৌর বর্জ্য ফেলার জন্য নিজস্ব কোনো জায়গা নেই। ময়লা ফেলার জায়গা ক্রয়ে অনেক টাকা প্রয়োজন, যা পৌরসভার নেই। তবে পৌর বর্জ্য অন্যত্র ফেলার ব্যবস্থার উদ্যোগ নিতে হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ প রসভ র ব যবস

এছাড়াও পড়ুন:

আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল

কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র‍্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।

কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।

আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫

ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’

ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।

নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’

২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।

আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫

তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’

ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।

ইয়ামালের গোল উদ্‌যাপন। কাল রাতে এলচের বিপক্ষে

সম্পর্কিত নিবন্ধ