পাকিস্তানকে ধবলধোলাই করল ব্ল্যাক ক্যাপসরা
Published: 5th, April 2025 GMT
রান তাড়া করতে নেমে আবদুল্লাহ শফিক ও বাবর আজম দারুণ সূচনা এনে দিয়েছিলেন পাকিস্তানকে। তবে বাকি ব্যাটসম্যানরা সেই ধারাবাহিকতা বজাত রাখতে পারলেন না। আরো একবার নিজেদের ‘অনুমেয়’ প্রমাণ করল পাকিস্তান। তারা নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ হলো, হঠাৎই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন-আপের কারণে।
বে ওপভালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিধান্ত নেনে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। বৃষ্টিবিগ্নিত ম্যাচটা নেমে এসেছিল ৪২ ওভারে। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারুয়ে ২৬৪ এয়ান সংগ্রহ করে স্বাগতিক নিউ জিল্যান্ড। জবাব দিতে নেমে ১ উইকেটে ৯৭ রানে পৌঁছে যাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত ৪০ ওভারে ২২১ রানে অলআউট হয়। ব্ল্যাক ক্যাপসরা ৪৩ রানে ম্যাচ জেতার পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয়।
বিস্তারিত আসছে.
আরো পড়ুন:
আবারো জরিমানা গুনলো পাকিস্তান
হারের পর পাকিস্তান দলের জরিমানা
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতেও হারল ইংল্যান্ড। ওয়েলিংটনে আজ আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২২৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড।
শেষ পর্যন্ত দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের ব্যাটে ২ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই (৩–০) করল নিউজিল্যান্ড। ওয়ানডেতে এ নিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয়বার ধবলধোলাই করল কিউইরা। প্রথম ধবলধোলাই করেছিল ১৯৮৪ সালে।
হারের এই ম্যাচে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান মিলে মাত্র ৮৪ রান করেছেন। পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৮৯ রান।
তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ভালো শুরু পেয়েছিল। ১২.৫ ওভারে ৭৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুর্ভাগ্যজনকভাবে কনওয়ে ৩৪ রানে রানআউট হলে জুটিটি ভাঙে। রবীন্দ্রর শট বোলার জেমি ওভারটনের হাতে লেগে নন স্ট্রাইকের স্টাম্পে লাগে। তখন কনওয়ে ছিলেন ক্রিজের বাইরে। একইভাবে আউট হয়েছেন টম ল্যাথামও। দুটি রানআউট এবং ওভারটন ও স্যাম কারেনের দারুণ বোলিংয়ে একটা সময়ে ম্যাচে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।
আরও পড়ুনরেকর্ড গড়া বাবরের রান পাকিস্তানের জয়ে কাজে লাগে না—কথাটি কতটুকু সত্য৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ড্যারিল মিচেল আউট হলে ম্যাচ ইংল্যান্ডের দিকেই হেলে পড়ে। তবে নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জয় পায়। ২টি করে উইকেট নেন ওভারটন ও কারেন।
শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতল ২ উইকেটে