ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ছবিটি দেশের ১২৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে ঈদ উৎসবে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মিলিয়ে ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। শাকিব খান ও শবনম বুবলীর পুত্র শেহজাদ খান বীরের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, তাঁদের ছেলে সিনেমা দেখবেন, তবে থিয়েটারে গিয়ে নয়, থিয়েটারটাই যেন বাসায় নিয়ে আসা হয়। শেহজাদ নাকি এমন কথা তাঁর মা শবনম বুবলীকে বলেছেন। ফেসবুকে তা প্রকাশ করেছেন।

সোফায় বসা শেহজাদ খানের কয়েকটি স্থিরচিত্র শবনম বুবলী ফেসবুকে পোস্ট করেছেন। একই সোফায় কয়েক দিন আগে শাকিব খানের সঙ্গে তাঁর বড় সন্তান আব্রাহাম খান জয়ের স্থিরচিত্রও দেখা গেছে। সেই স্থিরচিত্রগুলো ক্যামেরাবন্দী করেছিলেন অপু বিশ্বাস। জানা গেছে, শাকিব খানের গুলশানের বাসায় তোলা হয়েছে এসব স্থিরচিত্র। শাকিবের বাসায় তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা–মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে, সবাই দেখছে, আপনি দেখবেন না? উনি বললেন, “বাসায় বসে দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো.

..।”’

শাকিবপুত্র শেহজাদ খান বীর

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ সব ক শ হজ দ ম ব বল

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ