‘বিশ্বের শীর্ষ ধনীদের শহর ২০২৫’ শীর্ষক এক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। আজ ৮ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ধনী শহরের তালিকায় এবারও শীর্ষ স্থানে আছে মার্কিন মুলুকের একটি শহর। এই শহরে সবচেয়ে বেশিসংখ্যক কোটিপতি (কমপক্ষে ১০ লাখ ডলার বিনিয়োগযোগ্য সম্পদের মালিক) বসবাস করছেন।

প্রতিবেদন তৈরিতে দক্ষিণ আফ্রিকাভিত্তিক সম্পদের তথ্য-গোয়েন্দাগিরিবিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান ‘নিউ ওয়ার্ল্ড ওয়েলথ’-এর সহযোগিতা নিয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্স। ওই প্রতিবেদনে দেখা গেছে, শীর্ষ ৫০ ধনীদের শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের ১১টি ও চীনের ৫টি শহর স্থান পেয়েছে। দক্ষিণ এশিয়া থেকে তালিকার ২৭ ও ৩৯তম স্থানে আছে যথাক্রমে ভারতের মুম্বাই ও দিল্লি।

ধনীদের শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের ১১টি শহর স্থান পেয়েছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ