দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’
Published: 9th, April 2025 GMT
এক বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই ছবির সাতটি করে প্রদর্শনী ছিল। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও পরে ছবিটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়। এরপর আবার বাড়ানো হয়। পরে আবার কমানো হয়। ছবি মুক্তি নবম দিনে এসে প্রদর্শনী বাড়ানো হয়েছে। স্টার সিনেপ্লেক্সে এখন ছবিটির ১৪টি করে প্রদর্শনী চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘জংলি’ সিনেমার প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান।
‘জংলি’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল, সম্পাদক আনিসুজ্জামান
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁরা নির্বাচিত হন।
আজ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।