ঢালিউডে সুবাতাস বইছে। বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম বুবলী-সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার সাতটি করে প্রদর্শনী ছিল। এরপর নানা নাটকীয়তা। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেমাটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়। আবার বাড়ানোও হয়। স্টার সিনেপ্লেক্সে এখন সিনেমাটির ১৪টি করে প্রদর্শনী চলছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘জংলি’ সিনেমার প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান। এদিকে জংলি সিনেমার নায়িকা বুবলী বরবাদকেও এগিয়ে রেখেছেন। শাকিবিয়ানদের প্রশংসা করেছেন এই নায়িকা। আর বরবাদকে তুলনা করেছেন ঝড়ের সাথে।
সম্প্রতি বুবলী বলেন, ‘‘বরবাদ হলো একটি ঝড়ের নাম। সে ঝড় বইছে। আরও অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজেটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। তিনি খুবই ভালো অভিনেতা। যিনি দিনের পর দিন নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছে। এবং দর্শক উনাকে সেভাবে ভালোবাসা দিয়ে একসেপ্ট করছে।’’
তবে এখনও বরবাদ সিনেমা দেখেননি বুবলী। তিনি বলেন, ‘‘এখনতো পারিবারিক সময় যাচ্ছে, অর্থাৎ ‘জংলি’ নিয়ে সময় যাচ্ছে। ‘বরবাদ’ দেখবো অবশ্যই। ‘বরবাদ’ যেহেতু বিগ বাজেটের একটি সিনেমা এটা সাপোর্ট করা আমাদের সবার উচিত। আমাদের ‘জংলি’ যেমন একটা অন্য ঘরানার সিনেমা এবং‘ বরবাদ’ও অন্য রকম। সুতরাং আমার মনে হয় সবকিছু মিলেমিশে একাকার। শাকিবের যারা ভক্ত তারা বরবাদকে যেমন আপন করে নিয়েছেন, জংলিকেও আপন করে নিয়েছেন। এটাইতো হওয়া উচিত। শাকিবিয়ানরা সবার মুভি দেখুক, এটা আমরা চাই। ’’
আরো পড়ুন:
‘সাপোর্ট’ চাইলেন ‘বরবাদ’ এর প্রযোজক
‘বরবাদ’ এবং ‘জংলি’ নিয়ে যা বললেন তমা মির্জা
এই নায়িকা আরও উল্লেখ করেন, যারা বুবলী ভক্ত, সিয়াম ভক্ত তারাও বরবাদ দেখছেন।
উল্লেখ্য, এসকে মুভিস এর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, ‘বরবাদ’ মুক্তির ১২তম দিনে এসে (শুক্রবার) সারাদেশের ১২১টি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়ে রীতিমতো স্টেডিয়ামে পরিণত হয়েছে! সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হাউজফুলের সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বিকেল ও সন্ধ্যার শো-তে তিল ধারণের ঠাঁই ছিল না! মাল্টিপ্লেক্সসহ একাধিক সিঙ্গেল স্ক্রিনে মিড নাইট শো চলছে, চলবে!
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র বরব দ
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।