ঢালিউডে সুবাতাস বইছে। বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম বুবলী-সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার সাতটি করে প্রদর্শনী ছিল। এরপর নানা নাটকীয়তা। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেমাটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়। আবার বাড়ানোও হয়। স্টার সিনেপ্লেক্সে এখন সিনেমাটির ১৪টি করে প্রদর্শনী চলছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘জংলি’ সিনেমার প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান। এদিকে জংলি সিনেমার নায়িকা বুবলী বরবাদকেও এগিয়ে রেখেছেন। শাকিবিয়ানদের প্রশংসা করেছেন এই নায়িকা। আর বরবাদকে তুলনা করেছেন ঝড়ের সাথে।
সম্প্রতি বুবলী বলেন, ‘‘বরবাদ হলো একটি ঝড়ের নাম। সে ঝড় বইছে। আরও অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজেটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। তিনি খুবই ভালো অভিনেতা। যিনি দিনের পর দিন নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছে। এবং দর্শক উনাকে সেভাবে ভালোবাসা দিয়ে একসেপ্ট করছে।’’
তবে এখনও বরবাদ সিনেমা দেখেননি বুবলী। তিনি বলেন, ‘‘এখনতো পারিবারিক সময় যাচ্ছে, অর্থাৎ ‘জংলি’ নিয়ে সময় যাচ্ছে। ‘বরবাদ’ দেখবো অবশ্যই। ‘বরবাদ’ যেহেতু বিগ বাজেটের একটি সিনেমা এটা সাপোর্ট করা আমাদের সবার উচিত। আমাদের ‘জংলি’ যেমন একটা অন্য ঘরানার সিনেমা এবং‘ বরবাদ’ও অন্য রকম। সুতরাং আমার মনে হয় সবকিছু মিলেমিশে একাকার। শাকিবের যারা ভক্ত তারা বরবাদকে যেমন আপন করে নিয়েছেন, জংলিকেও আপন করে নিয়েছেন। এটাইতো হওয়া উচিত। শাকিবিয়ানরা সবার মুভি দেখুক, এটা আমরা চাই। ’’
আরো পড়ুন:
‘সাপোর্ট’ চাইলেন ‘বরবাদ’ এর প্রযোজক
‘বরবাদ’ এবং ‘জংলি’ নিয়ে যা বললেন তমা মির্জা
এই নায়িকা আরও উল্লেখ করেন, যারা বুবলী ভক্ত, সিয়াম ভক্ত তারাও বরবাদ দেখছেন।
উল্লেখ্য, এসকে মুভিস এর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, ‘বরবাদ’ মুক্তির ১২তম দিনে এসে (শুক্রবার) সারাদেশের ১২১টি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়ে রীতিমতো স্টেডিয়ামে পরিণত হয়েছে! সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হাউজফুলের সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বিকেল ও সন্ধ্যার শো-তে তিল ধারণের ঠাঁই ছিল না! মাল্টিপ্লেক্সসহ একাধিক সিঙ্গেল স্ক্রিনে মিড নাইট শো চলছে, চলবে!
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র বরব দ
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে