ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ব্যবহারে মোবাইল অপারেটরদের বিধিনিষেধ তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অপারেটররা বলছে, এখন তারা এই যন্ত্র ব্যবহার করতে পারবে। এতে মোবাইল ইন্টারনেট–সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

অতীতে অপারেটররা এই যন্ত্র ব্যবহার করতে পারত। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালে বিটিআরসি এই যন্ত্র ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। যন্ত্রটি ব্যবহারের সুযোগ দেওয়া হয় শুধু নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরদের।

এনটিটিএন অপারেটররা সারা দেশে অপটিক্যাল ফাইবার (বিশেষ ধরনের তার) স্থাপন করে এবং তার মাধ্যমে মোবাইল অপারেটরদের সেবা দেয়। মোবাইল অপারেটররা অপটিক্যাল ফাইবার ইজারা নিয়ে তার মাধ্যমে ব্যান্ডউইডথ সঞ্চালন করে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এনটিটিএন অপারেটররা নিজেদের অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র বসিয়ে সেটার সেবা নিতে মোবাইল অপারেটরদের কাছ থেকে টাকা নিত। মূলত এনটিটিএন অপারেটরদের ব্যবসা দিতে মোবাইল অপারেটরদের ওপর যন্ত্রটি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে রেখেছিল বিটিআরসি।

নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্রটির নাম ডেন্স ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং (ডিডব্লিউডিএম)। এটি এমন একটি প্রযুক্তি, যা মোবাইল নেটওয়ার্ককে অপটিক্যাল ফাইবারের সঙ্গে সংযুক্ত করে। বাংলাদেশে ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত মোবাইল অপারেটররাই বিটিআরসির অনুমতি নিয়ে এই প্রযুক্তি ব্যবহার করছিল।

টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টেলিযোগাযোগ খাতে উচ্চগতির ইন্টারনেট–সেবা প্রদান, নেটওয়ার্ক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দ্রুত ত্রুটি শনাক্ত করতে ডিডব্লিউডিএম গুরুত্বপূর্ণ।

এনটিটিএন থেকে ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে মুঠোফোন অপারেটরের ডিডব্লিউডিএম যন্ত্র ব্যবহারের বিধিনিষেধ তুলে নিয়ে ১০ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে বিটিআরসি।

সুফল কী

অনেক দিন ধরেই বিটিআরসির কাছে ডিডব্লিউডিএম ব্যবহারের সুযোগ চেয়ে আসছিল মোবাইল অপারেটররা। তাদের সেই দাবি পূরণ হলো।

বিটিআরসি সূত্র বলছে, দাবি তোলার ক্ষেত্রে অপারেটররা সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের কথা বলেছিল, যার সুফল পাওয়ার কথা গ্রাহকের।

মোবাইল অপারেটর রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রথম আলোকে বলেন, ‘এটি খুব বড় কোনো সাশ্রয় নয়। এ জন্য আমি তাৎক্ষণিক কোনো সুফলের কথা বলব না। তবে সুফল তো আছেই। আমাদের খরচ যদি কমে যায়, তাহলে তার সুফল গ্রাহকও পাবেন।’

দেশের ইন্টারনেট গ্রাহকদের বেশির ভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। বিটিআরসির হিসাবে, গত ফেব্রুয়ারি শেষে মোবাইল ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখ। সর্বশেষ ৯০ দিনে একবার ইন্টারনেট ব্যবহার করলেই তাঁকে গ্রাহক হিসেবে ধরে বিটিআরসি।

মোবাইল ইন্টারনেটের দাম কমবে কি না, জানতে চাইলে মোবাইল অপারেটর বাংলালিংকের করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিডব্লিউডিএম ব্যবহারে মাত্র অনুমোদন পেলাম। সময় লাগবে। আমরা দেখব কীভাবে গ্রাহককে সুবিধা দেওয়া যায়।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর ন টওয় র ক ব ট আরস গ র হক

এছাড়াও পড়ুন:

নাসির-তামিমার মামলার শুনানি বিব্রত আদালত, বদলির আদেশ 

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে বিব্রত বোধ করেছেন আদালত। মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

সোমবার এ মামলায় নাসির হোসেন এবং তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। নাসির হোসেন এবং তামিমা সুলতানা আদালতে হাজির হন।

তাদের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে দুটি আবেদন করেন। এর মধ্যে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করা হয়। কারণ হিসেবে আজিজুর রহমান দুলু বলেন, “এ মামলার বিচার চলছে। এ অবস্থায় বাদীপক্ষের আইনজীবী গত ১৬ এপ্রিল মিডিয়াতে বলেন, নাসির হোসেন ব্যাভিচার করে তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। বিচার শেষে আদালত নির্ধারণ করবেন, নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কি না এবং ব্যাভিচার করেছেন কি না।” 

একই সঙ্গে আসামিদের আত্মপক্ষ শুনানিতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পুরো অভিযোগ না শুনিয়ে সারসংক্ষেপ পড়ে শোনানোর আবেদন করেন নাসির ও তামিমার আইনজীবী।

এদিকে, বাদীপক্ষের আইনজীবী আদালতে অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবী আগে বাদীপক্ষে মামলা পরিচালনা করেছেন। আইন অনুযায়ী তিনি এখন আসামিপক্ষে মামলা পরিচালনা করতে পারেন না।

দুই পক্ষের শুনানি শেষে আদালত বলেন, উভয় পক্ষেরই আবেদন দেওয়ার অধিকার আছে। এটা বিজি কোর্ট। একটা মামলার শুনানি করতে যে ধৈর্য দরকার, এত সময় এই আদালতের নেই। এতে অন্য মামলায় ইফেক্ট পড়ে। আমি বিব্রত বোধ করে মামলাটা অন্য কোর্টে পাঠিয়ে দিই। এতে আপনারা কি নাখোশ হবেন?

তখন আইনজীবীরা জানান, এতে তাদের আপত্তি নেই। তখন আদালত বলেন, মামলাটা বদলি করে সিএমএম বরাবর পাঠিয়ে দিই। সিএমএম মামলাটি একটা কোর্টে পাঠিয়ে দেবেন।

এর আগে গত ১৬ এপ্রিল এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমান তিন জনকে দোষী সাব্যস্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে, এ মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়। 

ঢাকা/এম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • অকার্যকর সিসি ক্যামেরা, পানি নেই ছয় মাস
  • ক্রিকেটার নাসির ও তামিমার মামলায় শুনানিতে আদালত বিব্রত
  • নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত, অন্য আদালতে বদলি
  • নাসির-তামিমার মামলার শুনানি বিব্রত আদালত, বদলির আদেশ