মোবাইল অপারেটরদের একটি দাবি পূরণ, গ্রাহক কতটা সুফল পাবেন
Published: 19th, April 2025 GMT
ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ব্যবহারে মোবাইল অপারেটরদের বিধিনিষেধ তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
অপারেটররা বলছে, এখন তারা এই যন্ত্র ব্যবহার করতে পারবে। এতে মোবাইল ইন্টারনেট–সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।
অতীতে অপারেটররা এই যন্ত্র ব্যবহার করতে পারত। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালে বিটিআরসি এই যন্ত্র ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। যন্ত্রটি ব্যবহারের সুযোগ দেওয়া হয় শুধু নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরদের।
এনটিটিএন অপারেটররা সারা দেশে অপটিক্যাল ফাইবার (বিশেষ ধরনের তার) স্থাপন করে এবং তার মাধ্যমে মোবাইল অপারেটরদের সেবা দেয়। মোবাইল অপারেটররা অপটিক্যাল ফাইবার ইজারা নিয়ে তার মাধ্যমে ব্যান্ডউইডথ সঞ্চালন করে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এনটিটিএন অপারেটররা নিজেদের অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র বসিয়ে সেটার সেবা নিতে মোবাইল অপারেটরদের কাছ থেকে টাকা নিত। মূলত এনটিটিএন অপারেটরদের ব্যবসা দিতে মোবাইল অপারেটরদের ওপর যন্ত্রটি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে রেখেছিল বিটিআরসি।
নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্রটির নাম ডেন্স ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং (ডিডব্লিউডিএম)। এটি এমন একটি প্রযুক্তি, যা মোবাইল নেটওয়ার্ককে অপটিক্যাল ফাইবারের সঙ্গে সংযুক্ত করে। বাংলাদেশে ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত মোবাইল অপারেটররাই বিটিআরসির অনুমতি নিয়ে এই প্রযুক্তি ব্যবহার করছিল।
টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টেলিযোগাযোগ খাতে উচ্চগতির ইন্টারনেট–সেবা প্রদান, নেটওয়ার্ক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দ্রুত ত্রুটি শনাক্ত করতে ডিডব্লিউডিএম গুরুত্বপূর্ণ।
এনটিটিএন থেকে ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে মুঠোফোন অপারেটরের ডিডব্লিউডিএম যন্ত্র ব্যবহারের বিধিনিষেধ তুলে নিয়ে ১০ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে বিটিআরসি।
সুফল কীঅনেক দিন ধরেই বিটিআরসির কাছে ডিডব্লিউডিএম ব্যবহারের সুযোগ চেয়ে আসছিল মোবাইল অপারেটররা। তাদের সেই দাবি পূরণ হলো।
বিটিআরসি সূত্র বলছে, দাবি তোলার ক্ষেত্রে অপারেটররা সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের কথা বলেছিল, যার সুফল পাওয়ার কথা গ্রাহকের।
মোবাইল অপারেটর রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রথম আলোকে বলেন, ‘এটি খুব বড় কোনো সাশ্রয় নয়। এ জন্য আমি তাৎক্ষণিক কোনো সুফলের কথা বলব না। তবে সুফল তো আছেই। আমাদের খরচ যদি কমে যায়, তাহলে তার সুফল গ্রাহকও পাবেন।’
দেশের ইন্টারনেট গ্রাহকদের বেশির ভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। বিটিআরসির হিসাবে, গত ফেব্রুয়ারি শেষে মোবাইল ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখ। সর্বশেষ ৯০ দিনে একবার ইন্টারনেট ব্যবহার করলেই তাঁকে গ্রাহক হিসেবে ধরে বিটিআরসি।
মোবাইল ইন্টারনেটের দাম কমবে কি না, জানতে চাইলে মোবাইল অপারেটর বাংলালিংকের করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিডব্লিউডিএম ব্যবহারে মাত্র অনুমোদন পেলাম। সময় লাগবে। আমরা দেখব কীভাবে গ্রাহককে সুবিধা দেওয়া যায়।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর ন টওয় র ক ব ট আরস গ র হক
এছাড়াও পড়ুন:
চিম্বুকে ভালুকের আক্রমণে একজন আহত, ৫ বছরে ১০ জন হামলার শিকার
বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের পোড়াবাংলা পটোসিংপাড়ায় আজ শুক্রবার সকালে ভালুকের আক্রমণে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
বন বিভাগ ও স্থানীয়রা জানিয়েছেন, ২০২১ সাল থেকে ভালুকের আক্রমণ বেড়েছে। গত পাঁচ বছরে ১০ জন আক্রমণের শিকার হয়েছেন। আক্রমণের শিকার ব্যক্তিদের অধিকাংশ ম্রো জনগোষ্ঠীর। ভালুকের কারণে আহত হওয়ার ঘটনায় আবেদন না করায় এই পর্যন্ত কেউ ক্ষতিপূরণ পায়নি বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে পোড়াবাংলা পটোসিংপাড়ার কাইনপ্রে ম্রো (৩৫) পাড়া থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জুমখেতে কাজ করতে যান। সেখানে জুমের পাশে কলাবাগানে কাজ করার সময় হঠাৎ কালো রঙের একটি ভালুক তাঁর ওপর আক্রমণ করে। ভালুকটি তাঁর পেটে ও মুখে আঘাত করতে থাকে। তাঁর চিৎকারে আশপাশে জুমের লোকজন এগিয়ে আসেন।
আহত কাইনপ্রে ম্রোর ভাই তনরুই ম্রো জানিয়েছেন, আশপাশের লোকজনের এগিয়ে আসা দেখে ভালুকটি কাইনপ্রে ম্রোকে ছেড়ে দিয়ে বনে পালিয়ে যায়। তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে কাইনপ্রে ম্রোকে উদ্ধার করে দুপুরে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন। পোড়াবাংলা পটোসিংপাড়া জেলা শহর থেকে ৩১ কিলোমিটার দূরে। পাড়াটি রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়নে পড়েছে।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, আহত কাইনপ্রে ম্রোর পেটে ও মাথায় গভীর ক্ষত আছে। এ জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, থানচি তিন্দু ইউনিয়নে মেনপই ম্রো নামের একজন ২০২০ সালের ২৮ এপ্রিল প্রথম ভালুকের আক্রমণের শিকার হন। ওই একজনসহ ২০২১ সাল থেকে এই পর্যন্ত ৫ বছরে ১০ জন ভালুকের আক্রমণে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে থানচিতে দুজন, রুমাতে তিনজন, আলীকদমে একজন ও বান্দরবান সদর উপজেলা চিম্বুক পাহাড়ে চারজন রয়েছেন। কারও মৃত্যু না হলেও তাঁদের মধ্যে কেউ চোখ হারিয়েছেন, কারও হাত–পা পঙ্গু হয়েছে। আহত ব্যক্তিরা একজন মারমা ও একজন খুমি ছাড়া অন্যরা সবাই ম্রো।
বন বিভাগের বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবদুর রহমান জানিয়েছেন, প্রাকৃতিক বনাঞ্চল কেটে উদ্যান বাগান ও জুমচাষ করা এলাকাগুলোতে ভালুকের আক্রমণ বেড়েছে। এতে বোঝা যাচ্ছে, বাগানের কারণে ভালুক ও অন্যান্য বন্য প্রাণীরা আবাসস্থল ও বেঁচে থাকার জন্য খাদ্যসংস্থান হারাচ্ছে। জীবনের তাগিদে তারা মানুষের সঙ্গে মুখোমুখি হতে বাধ্য হচ্ছে। বন নির্ভর মানুষকে অন্যভাবে আয়ের সংস্থানের মাধ্যমে প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণ না হলে বন্য প্রাণীর সঙ্গে সহাবস্থান গড়ে উঠবে না। এভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা না হলে বন্য প্রাণী ও মানুষ কারও জন্য মঙ্গলজনক হবে না।