৫৩ বছরেও দেশে সুষ্ঠু বিচার ও আইনের শাসন গড়ে ওঠেনি: আবুল কাসেম ফজলুল হক
Published: 20th, April 2025 GMT
বাংলা একাডেমির সভাপতি ও সমাজচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘গত ৫৩ বছরেও বাংলাদেশে সুষ্ঠু বিচার ও আইনের শাসন গড়ে ওঠেনি। এই সুযোগ নিয়ে বিদেশিরা আমাদের দেশে এসে তাচ্ছিল্যের সুরে কথা বলেন।’
এই সমাজচিন্তক বলেন, ‘দেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং হানাহানির বর্তমান চিত্র একটি ভয়ংকর অসভ্যতার লক্ষণ। এই অনাচার নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব রয়েছে সরকার এবং রাজনৈতিক পক্ষগুলোর। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
আগামীর বাংলাদেশে বিদেশি শক্তিগুলো যাতে কোনো খবরদারি করতে না পারেন, সে বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘রাজনৈতিক স্ট্যান্ডার্ড (মান) ঠিক হলে এসব সমস্যা সমাধান করা যায়। সেই মান কীভাবে ঠিক হবে, সেটা আমাদের আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে।
সম্মিলিত বাংলাদেশ পরিষদ (সবাপ) নামে একটি মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। শনিবার রাজধানীর বিএমএ ভবনের শহীদ ডা.
নতুন বাংলাদেশে সংকট কাটিয়ে ওঠার সম্ভাবনা উল্লেখ করে আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সতর্কতাভাবে সম্পর্ক এগিয়ে নিতে হবে। সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়, এমন নীতি দিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না।’
দেশ ও রাষ্ট্র এক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের নাম বাংলাদেশ। এটা মানুষের তৈরি। আর দেশ হলো প্রকৃতির সৃষ্টি। কোনো রাষ্ট্র চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারে না। কিন্তু একটা নির্দিষ্ট কাঠামোতে প্রবেশের মাধ্যমে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর রাজপথের মানুষগুলোর সঙ্গে উপদেষ্টাদের থেকে আলাদা হয়ে গেছেন। আমি মনে করতে পারছি না, তাঁদের সঙ্গে আদৌও আমার একসঙ্গে কোনো আন্দোলনের স্মৃতি ছিল। এই দূরত্বকে গুছিয়ে সামনে এগোতে হবে।’
৫ আগস্টের আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়ে কেউ ভাবতে পারেনি উল্লেখ করে উমামা ফাতেমা বলেন, ‘এখন আমাদের স্বপ্ন আবারও হুমকির মুখে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি, অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষগুলো এখন তাচ্ছিল্যের শিকার। আমি চাই, রাষ্ট্র আর জনগণ একাকার হয়ে যাক।’
অন্তর্বর্তী সরকারের শিক্ষা সংস্কারের কোনো পরিকল্পনা নেই অভিযোগ করে এই মুখপাত্র বলেন, ‘সরকার এখনো শিক্ষা সংস্কার কমিশন করেনি। আমি আশা করব, একটি সম্মিলিত বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমাদের গণ-আকাঙ্ক্ষা পূরণে জোর দিতে হবে।’
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জাবিরের বাবা কবির হোসেন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান না ঘটলে ২০২৮ সাল পর্যন্ত কোনো রাজনৈতিক পক্ষ নির্বাচনের কথা উল্লেখ করতে পারতেন না।’
‘গণ-অভ্যুত্থান ইউনূস সরকারের কাছে দায়িত্ব অর্পণ করেছে। কাজেই তাঁরা সংস্কারের জন্য উপযুক্ত। খুনের দায়ে শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে না। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও সংস্কারের অংশ।’
আলোচনায় সরকারের পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়নে স্থানীয় সরকারের ভূমিকা বৃদ্ধি, স্থানীয় সরকারের কাঠামো ও আইনি অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠার দাবি জানান অঞ্চল ও নগর পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান।
সংবিধান ও আইনের সংস্কারের গুরুত্ব তুলে ধরে নিয়াজ রহমান বলেন, ‘আমরা যেকোনো পরিবর্তনের জন্য তাড়াহুড়ো করি৷ কিন্তু আমাদের বুঝতে হবে, চব্বিশের গণ-অভ্যুত্থান কয়েক দিনের ধারাবাহিকতা। কিন্তু এটাকে যদি বিপ্লবে পরিণত করতে চাই তাহলে আমাদের সংস্কারের জন্য কাজ করতে হবে। সংস্কারের মধ্যে দিয়ে বিপ্লব কত দিনে অর্জন হবে হবে সেটা আপেক্ষিক। নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না।
গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিনিধি উশ্যেপ্রু মারমা, সবাপের সদস্য লুতফর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়াত উল্লাহ, পরিবেশ কর্মী মনোয়ারা, এবিএম মাহমুদুল হক, সবাপের সদস্য সাকিব বিন আলম, হাসান ইমতিয়াজ প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন য় সরক র র আম দ র ও আইন রহম ন
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে