গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
Published: 27th, April 2025 GMT
জাতীয় গ্রিডের (আমিনবাজার-গোপালগঞ্জ) বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। বুয়েটের সহ–উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে আট সদস্যের কমিটি তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। আজ রোববার এক অফিস আদেশে এটি জানানো হয়।
এতে বলা হয়, ২৬ এপ্রিল বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২২ মিনিট পর্যন্ত খুলনা অঞ্চলে সংগঠিত গ্রিড বিপর্যয় নিয়ে তদন্ত করবে কমিটি। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে তারা। কমিটির কার্যপরিধির মধ্যে আছে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়। গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় এড়াতে সুপারিশ প্রদান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো–অপ্ট করতে পারবে। কমিটির সদস্যসচিব বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো.                
      
				
কমিটির বাকি সদস্যরা হলেন বুয়েটের অধ্যাপক মো. এহসান, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য মো. শহীদুল ইসলাম, ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. আবদুল মজিদ, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতিকুর রহমান ও পিজিসিবির প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফয়জুল কবির।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৫ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির কর্তৃপক্ষ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের ব্যবসা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে।
কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, এমজেএল বিডি, হাক্কানী পাল্প, মেঘনা পেট্রোলিয়াম এবং রহিমা ফুড।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে আগামী ৮ নভেম্বর হাক্কানী পাল্প, ৯ নভেম্বর মেঘনা পেট্রোলিয়াম, ১০ নভেম্বর এনভয় টেক্সটাইল ও এমজেএল বিডি এবং ১১ নভেম্বর রহিমা ফুডের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
ঢাকা/এনটি/ইভা