রাজশাহী কলেজে ক্লাস করতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ
Published: 8th, May 2025 GMT
রাজশাহী কলেজে ক্লাস করতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাগর রেজা (২২) নামের ওই শিক্ষার্থী কলেজে উপস্থিত হলে তাকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাগর রেজা রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামে তার বাড়ি। বাবার নাম মো.
ছাত্রদল ও শিবির নেতারা জানিয়েছেন, সাগরের ফেসবুকে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট দেখা গেছে। ফেসবুক প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদ লেখা আছে তার। তাকে চিনতে পেরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেছেন, “নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী হওয়ায় সাগর রেজাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।”
ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেছেন, “সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে তাকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।”
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানিয়েছেন, সাগর রেজাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পুরনো একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
ঢাকা/কেয়া/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উইম্বলডনে কেন ‘ভূমিকম্প’
এবার উইম্বলডনের শুরুতেই আলোচনায় ‘ভূকম্পন’। না, খেলার সময় কোর্টের মাটি বা স্থাপনা কেঁপে ওঠেনি। তবে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে যে ধরনের ফল হয়েছে, তাতে টেনিস–বিশ্বে ভূকম্পনই অনুভূত হয়েছে। দ্বিতীয় রাউন্ডের মধ্যেই (একটি ম্যাচ শুক্রবার পর্যন্ত স্থগিত) বাদ পড়ে গেছেন ৩৬ বাছাই খেলোয়াড়। যা টেনিসে নতুন রেকর্ড।
এর আগে তৃতীয় রাউন্ডের আগে সর্বোচ্চ ৩৫ বাছাই বাদ পড়েছিলেন ২০২০ ফ্রেঞ্চ ওপেনে। এবারের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডের ভেতরেই বিদায় নিয়েছেন গত মাসে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন কোকো গফ ও ছেলেদের তৃতীয় বাছাই আলেক্সান্ডার জভেরভ। শুধু প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছেন শীর্ষ ১০ বাছাইয়ের আটজন। যা ১৯৬৮ সালে টেনিসে উন্মুক্ত যুগ শুরুর পর সবচেয়ে বেশি।
অবাক করার মতো তথ্য আছে আরও। মেয়েদের শীর্ষ ৫ বাছাইয়ের মধ্যে তৃতীয় রাউন্ডে জায়গা করতে পেরেছেন শুধু র্যাঙ্কিংয়ের ১ নম্বরে থাকা আরিয়ানা সাবালেঙ্কা, উন্মুক্ত যুগে এমনটা ঘটল মাত্র দ্বিতীয়বার। প্রশ্ন হচ্ছে, এবারের উইম্বলডনে এত বেশি ‘তারকা-পতন’ কেন?
বিবিসি এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। যেখানে উঠে এসেছে অন্তত পাঁচটি কারণ।
আরও পড়ুনজোকোভিচের সামনে ‘সেঞ্চুরির’ হাতছানি২০ ঘণ্টা আগেঅস্বাভাবিক আবহাওয়াএবারের উইম্বলডনে খেলোয়াড়দের লড়তে হচ্ছে চরম গরমের সঙ্গেও। উইম্বলডনের ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি গরম রেকর্ড করা হয়েছে—সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। খেলোয়াড়দের বরফের প্যাক, ঠান্ডা তোয়ালে ও প্রচুর পানি দেওয়া হয়েছে পরিস্থিতি সহনশীল করার জন্য। তবু কেউ কেউ শারীরিক অসুস্থতা ও ক্লান্তির কথা জানিয়েছেন। ব্রিটিশ ক্যামেরন নরি যেমন বলেছেন, আবহাওয়া ‘শরীরের জন্য একধরনের ধাক্কা ছিল’।
গরমে ভুগছেন খেলোয়াড়েরা