১২ মে বৈঠকে বসবেন ভারত-পাকিস্তানের সেনা কর্মকর্তারা
Published: 10th, May 2025 GMT
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে আগামী ১২ মে ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকরা (ডিজিএমও) বৈঠকে বসবেন। শনিবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, “পাকিস্তানের মিলিটারি অপারেশনের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে ফোন করেছেন। তাদের মধ্যে ঐক্যমত হয়েছে যে উভয় পক্ষ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে।”
তিনি আরো বলেন, “আজ, এই সমঝোতা কার্যকর করার জন্য উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক অভিযানের মহাপরিচালকরা ১২ মে দুপুর ১২টা থেকে আবার আলোচনা করবেন।”
এর আগে শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক