যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
Published: 17th, May 2025 GMT
যুবলীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মামলাটি করা হয়। অভিযুক্তের নাম মিজানুর রহমান। তিনি উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে রাতে বুধন্তী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়াকে আটকে স্থানীয় বাসস্ট্যান্ডে ইউনুস মিয়ার দোকানে অভিযান চালায় পুলিশ। ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় যুবদল নেতা মিজানুর রহমান কৌশলে সোহাগ মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করেন।
ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই দোকানের ভেতরে পুলিশ সদস্যদের যেতে দিচ্ছেন না মিজানুর রহমান। এসময় ভেতর থেকে সোহাগ মিয়া দৌড়ে পালিয়ে যান।
আরো পড়ুন:
সাম্য হত্যায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের সিদ্ধান্ত
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর বিষপান
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
অভিযোগের বিষয়ে জানতে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
ঢাকা/পলাশ/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম জ ন র রহম ন য বদল
এছাড়াও পড়ুন:
নাসিক’র প্রশাসকের সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন। এসময় তারা সিটি কর্পোরেশনের আহত কর্মকর্তাদের খোঁজ-খবর নেন।
তাদের উপর অটোচালকদের নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, যেই অটো চালক সিটি কর্পোরেশন থেকে অনুমোদন ও সুবিধা নিয়ে রাস্তায় চলাচল করছে তারাই কিনা আবার হামলা করছে এটা খুবই নিন্দনীয়। তাছাড়াও তাদের পিছনে কোন অপশক্তি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখার আহবান জানান।
এছাড়াও নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তার সাথে পরিবেশবান্ধব ও জনগণের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শহরের যানযটের জন্য অবৈধ অটো রিক্সাকে দায়ী করে বলেন, দ্রুত এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। বিশেষকরে, অটো পার্টস আমদানীকারক ও প্রস্তুতকারদেরকে দমন করাে উচিত।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ শহর শাখা দক্ষিণের সভাপতি মুহা. শফিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।