টাকা দশ হাজার খুলবো ব্যবসার দ্বার এই স্লোগানে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ মে) সকালে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম  বলেন আমাদের একটি স্লোগান আছে “টাকা দশ হাজার খুলবো ব্যবসার দ্বার”, এটা শুধু প্রতিপাদ্য বিষয় তা কিন্তু নয়। 

আপানাদের মনে রাখতে হবে শুরুটা ছোট থেকেই হয়। বড় সেটাপ নিয়ে বড় বড় অফিস নিলেই ব্যবসা হয়না। ব্যবসার মূলধন সততা ও নিষ্ঠা। এসময় তিনি আরো বলেন আল্লাহর রাসূল তিনি নিজে ব্যবসা করেছেন এবং সাহাবিদের ব্যবসায়ী হতে উৎসাহ দিয়েছেন। এবং কুরআনের একটি আয়াত তুলে ধরে তিনি বলেন সততা ও নিষ্ঠাবান ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে প্রবেশ করবেন। 

ঢাকা দক্ষিন অঞ্চলের আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডা.

আনোয়ারুল আজীম, নারায়ণগঞ্জ মহানগর  আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তার আনসারী প্রমূখ।

ব্যবসায়ীদের সততা ও দক্ষতায় এগিয়ে নিতে আইবি ডাব্লিউ ফাউন্ডেশন সর্বস্থরের মাঝে পৌঁছে যাবে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, ব্যবসায়ী নেতা নিজাম উদ্দিন আহমেদ,  সালাউদ্দিন আহমেদ, মাহাবুব আলম সহ আরো অনেকে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব যবস য় ন র য়ণগঞ জ ম হ ম মদ ব যবস য় ব যবস র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জকে সংস্কার করতে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো হাসাননগর এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়। এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইমাম সম্মেলনের আয়োজক ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন ভুলতা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, গাউছিয়া মার্কেট জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুম, মাওলানা সাইফুল ইসলামসহ আরো অনেকে। 


এ সময় প্রধান অতিথি দিপু ভুঁইয়া বলেন, বিগত ১৭ বছর রূপগঞ্জের ন্যায় সারা বাংলাদেশের কোথাও ইসলামী জলসায় মাওলানা, মুফতিরা ইসলামের কথা বলতে পারেনি। তাদের কণ্ঠ রোধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকারের নেতারা। কোরআন, হাদিস সাথে পেলেই তাদেরকে জঙ্গি বলে অত্যাচার, নির্যাতন করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করতো। বাংলার মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা যেনো আর না ঘটে সেই আশা ব্যক্ত করে আরো বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা ৯০ ভাগ। এদেশের মানুষ সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে চললেও ইসলামকে অপমান করা হলে সহ্য করা হবে না। অন্যায়ভাবে কোনো মসজিদ থেকে কোরআনের পাখি ইমামদের জোরপূর্বক বের করা দেয়াও চলবে না। প্রয়োজনে বিএনপির লোকজন ওইসব নির্যাতিত ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়াবে। পরে গোলাকান্দাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইমামদের মধ্যাহ্নভোজ শেষে হাদিয়া প্রদান করা হয়। 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে হেসিয়ারি শ্রমিকদের সাত দফা নিষ্পত্তি, মজুরি বৃদ্ধি
  • যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • না’গঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কলেজ মাঠ বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন
  • বন্দর থানার মাদক মামলায় যুবকের কারাদণ্ড
  • রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন
  • পাবনায় জামায়াতের অফিসে আগুন, পোড়া কোরআন নিয়ে বিক্ষোভ
  • নাসিক’র প্রশাসকের সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ
  • রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্য নিহত, আহত ৪
  • খুলনায় চাঁদা নিতে গিয়ে ৮ যুবক আটক