ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। বর্তমানে অভিনয় ও দুই ছেলে-মেয়েকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গতকাল রাতে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজব। এরপর রাতেই নিজের ফেসবুক পেজে লাইভে এসে জানান, দেনে বেঁচে আছেন তিনি। শুধু তাই নয়, মানুষের এমন উদ্ভট কর্মকাণ্ড নিয়ে দারুণ বিরক্ত এই নায়িকা।

পরীমণি বলেন, ‘সারা দিন শুটিং করে যখন ফোন হাতে নিলাম, আমি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ। ধরেন, আপনার কোনো আত্মীয়র মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন, আপনি কি বেঁচে আছেন? যেকোনোভাবে গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার জন্য কতটা শকিং!’

এই অভিনেত্রী বলেন, ‘মৃত্যু তো আসলে আমার হাতে নেই। আপনি তো জানেন না, কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়।’

পরীমণি বলেন, ‘এই যে আমার ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল, তারপরও লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমণিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে পরীমণির বিয়ের খবর করে দাও। এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেলল।’

আত্মহত্যা করা মতো কোনো ইস্যু তার জীবনে নেই বলেও জানান পরীমণি। তার কথায়, ‘আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার দুইটা বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। কিছু হইলে খালি পরীমণিকে নিয়ে টানাটানি কেন? আর কিছু খুঁজে পান না?’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অতিরিক্ত মাদক সেবনে মারা গেলেন পর্নো তারকা কাইলি

জনপ্রিয় মার্কিন পর্নো অভিনেত্রী কাইলি পেজ মারা গেছেন। তাঁর বয়স ছিল ২৮ বছর। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির

টিএমজেড-এর বরাতে জানা গেছে, কাইলি পেজকে ২৫ জুন তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর এক বন্ধুর পুলিশকে ফোন করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ‘ফেন্টানিল’ নামক শক্তিশালী মাদক ও অন্যান্য মাদকসংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করেছে।

আরও পড়ুনপর্ন তারকা সোফিয়া লিওনের রহস্যজনক মৃত্যু১০ মার্চ ২০২৪

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি আপাতদৃষ্টিতে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে। তবে এখনো মৃত্যুর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা কাইলি পেজের আসল নাম কাইলি পাইল্যান্ট।

সম্পর্কিত নিবন্ধ