আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় ও আফতাবনগরে পশুর হাট না বসানোর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখা হয়েছে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক পৃথক আবেদনে এই আদেশ দেন। 

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২৯ এপ্রিল ও ৪ মে পৃথক রিটের শুনানি নিয়ে আফতাবনগর ও বনশ্রী এলাকায় কোরবানির পশুর হাট বসানো-সংক্রান্ত সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে পৃথক আবেদন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চর্যাপদ পুনর্জাগরণ উৎসব শুরু

চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫’ শুরু হয়েছে আজ। দ্বিতীয়বারের মতো উৎসবটি আয়োজন করছে ভাবনগর ফাউন্ডেশন। আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠানের শুরুতে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপার রচিত চর্যাপদের প্রথম পদটি পরিবেশন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স থেকে আসা লালনপন্থী সাধক ফকির দেবোরাহ জান্নাত। তিনি বলেন, ‘আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকের সাধকেরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছেন, তা এ দেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে। নিজের হৃদয়ের কাছে পৌঁছানোর জন্য চর্যাগান থেকে লালন সাঁইয়ের গানের কাছে, জ্ঞানের কাছে ফিরতে হয়।’ বক্তব্যের পাশাপাশি তিনি চর্যাপদের ৬ নম্বর গান পরিবেশন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক-শিক্ষক কিথ ই কান্তু। তিনি বলেন, ‘চর্যাপদের গান বাংলাদেশের প্রাচীন ইতিহাসের অংশ। এই গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের সাধকেরা তাঁদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আসা চর্যাপদের গানের পুনর্জাগরণের শিল্পী বাবুল আক্তার। স্বাগত বক্তব্য দেন গবেষক সাইমন জাকারিয়া।

তিন দিনব্যাপী উৎসবটি চলবে শুক্রবার পর্যন্ত

সম্পর্কিত নিবন্ধ

  • চর্যাপদ পুনর্জাগরণ উৎসব শুরু