ফাইল ছবি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পঞ্চগড় সীমান্তে আরো ২১ জনকে পুশ-ইন করল ভারত

পঞ্চগড় সদর উপজেলার একটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী ও শিশুসহ আরো ২১ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ মে) সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকার সীমান্ত পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব-পিলার থেকে আনুমানিক আড়াই কিলোমিটার ভিতরে বাংলাদেশ ভূমি থেকে তাদের আটক করে বিজিবির টহল দল। এ সীমান্ত এলাকাটি জয়ধরভাঙা বর্ডার আউট পোস্টের (বিওপি) আওতাধীন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ২১ জনকে পুশ-ইন করে ভারতের টিয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। তারা ২১ সবাই বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে দুজন পুরুষ, ৬ জন নারী ও ১৩ জন শিশু। তাদেরকে সদর থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন তারা। গত ২১ মে তাদেরকে গুজরাট থেকে আটক করে ভারতীয় পুলিশ। পরে বিমানযোগে কলকাতায় নিয়ে আসে। কলকাতা থেকে বাসযোগে নিয়ে এসে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে গেট দিয়ে বের করে বাংলাদেশে পুশ-ইন করে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেছেন, “ইতোমধ্যে আমাদের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। আমরা বিএসএফের কাছে জানতে চেয়েছি, তারা কেন অবৈধ উপায়ে বাংলাদেশে ২১ জনকে ফেরত পাঠাল? বিজিবিকে জানিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো উচিত ছিল। এ বিষয়ে আমরা বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করব।” 

এর আগে গত ১৭ মে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করে বিজিবি। তাদেরকেও পুশ-ইন করেছিল বিএসএফ।

ঢাকা/নাঈম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১২ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • এবার কানাইঘাট সীমান্তে ২১ জনকে পুশইন করল বিএসএফ
  • কাজের সন্ধানে দিল্লিতে গিয়ে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি
  • কুড়িগ্রাম সীমান্তে ২৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর 
  • বিএসএফের ঠেলে পাঠানো ২১ জনকে রাখা হয়েছে কমিউনিটি সেন্টারে
  • পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন
  • ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
  • পঞ্চগড় সীমান্তে আরো ২১ জনকে পুশ-ইন করল ভারত