জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের চারজন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তারা হলেন- সোনারগাঁয়ের তুহিন মাহমুদ সিনিয়র যুগ্ম  আহ্বায়ক, রূপগঞ্জের ইয়াছিন আরাফাত সিনিয়র সংগঠক, ছাত্রনেতা নিরব রায়হান ও রূপগঞ্জের সাইফুল ইসলাম রোমান সংগঠক।

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে নেতৃত্ব দানকারী কবি নিরব রায়হানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার জন্য এটি একটি চ্যালেঞ্জ কারণ এটিই আমার প্রথম কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়া। বলতে পারি, আমার রাজনীতির সূচনা হলো এখান থেকেই।

 জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে৷ আমরা একটি মুক্ত স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি৷ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ভূমিকা রাখতে পারে আমাদের মতো যুবকরাই৷ 

আমরা নারায়ণগঞ্জ থেকে দায়িত্বপ্রাপ্ত চারজনের মধ্যে আগে থেকেই বোঝাপড়া ভালো থাকায় আশা রাখছি আমরা নারায়ণগঞ্জের তরুণ যুবাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবো৷ আমরা পূর্বে যেমন যে যার জায়গা থেকে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করেছি, আগামীতেও আমাদের উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ১৬ মে শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়। জমকালো আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ পায় সংগঠনটির। 

অ্যাডভোকেট মো: তারিকুল ইসলামকে নবগঠিত সংগঠনের আহ্বায়ক ও ডা.

জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদির পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন (৩৬) নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় সেলিনা হায়াত আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অন্তর্বর্তী সরকার বিচারপ্রক্রিয়া আবার শুরু করলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই’
  • নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল  মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ
  • সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল তেল জব্দ
  • ডিসি-এসপির সাথে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের মতবিনিময়
  • নারায়ণগঞ্জের সকল গ্লানি ও দূর্নাম মুছে ফেলতে হবে : গিয়াসউদ্দিন
  • জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান 
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির সাথে খেলাফত মজলিসের শুভেচ্ছা
  • ফ্যাসিস্টের দোসররা চান না মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক : ডা. রফিকুল
  • প্রত্যেক নাগরিকের উচিৎ একটি হলেও গাছ রোপণ করা :  মাও. জব্বার
  • হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী