কোরবানি শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তি‌নি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “কোরবানি ঈদ তিন দিনব্যাপী চলে। এর মধ্যে প্রথম দিনে প্রায় ৯০-৯৫ শতাংশ গরু বা পশু কোরবানি করা হয়ে যায়। বাকি দুই দিনে বাকি ৫-১০ শতাংশ কোরবানি করা হয়ে থাকে। জনগণের দুর্ভোগ নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত করার স্বার্থে কোরবানি শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে। এ বিষয়ে দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সভাকে কথা দিয়েছেন। এজন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।”

আরো পড়ুন:

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেল কর্তৃপক্ষের

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এ বছর গরুর হাটের হাসিল কমানো সম্ভব হয়নি, ৫ শতাংশ হাসিল অনেক বেশি। তবে আমরা কাজ করে যাচ্ছি, যাতে আগামী বছর থেকে হাসিল ৩ শতাংশের বেশি না হয়।”

তিনি বলেন, “এবার ঢাকার দুই সিটি কর্পোরেশনে ২০টি কোরবানির হাটের ব্যবস্থা করা হচ্ছে। এসব হাটে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য হাটপ্রতি কমপক্ষে ৭০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।”

তিনি আরও বলেন, “কোরবানির হাটে পশু চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো অসুস্থ গরু বা পশু বিক্রি হতে না পারে। তাছাড়া অনেকেই গরুর হাটে এসে অসুস্থ হয়ে পড়ে, সেজন্যও চিকিৎসকের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি হাটে নিয়োজিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ এটির বন্দোবস্ত করবেন।”

উপদেষ্টা বলেন, “কোরবানির পশুর গাড়িগুলো কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এর জন্য প্রত্যেক হাটে তাদের নিজস্ব ব্যবস্থা থাকতে হবে এবং স্থানটি রাস্তা থেকে অনেক দূরে থাকতে হবে।”

উপদেষ্টা আরো বলেন, “পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর অনেক চামড়া নষ্ট হয়। আমরা চাই বিক্রেতারা চামড়ার নায্যমূল্য পাক। চামড়ার ন্যায্যমূল্য গরীবের হক। চামড়াগুলো সাধারণত বিভিন্ন গরীব মানুষকে, এতিমখানায়, মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। কিন্তু তারা এটার ন্যায্য মূল্য পান না। তারা যাতে চামড়ার নায্যমূল্য পায়, সে ব্যবস্থা করা হয়েছে।”

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো.

খোদা বখস চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বর ষ ট র ক রব ন র উপদ ষ ট ব যবস থ বর জ য

এছাড়াও পড়ুন:

সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধিদল

বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়াসহ তিন দাবিতে পঞ্চম দিনের মতো চলছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে আলোচনার জন্য শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে গেছেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণে সরকার প্রজ্ঞাপন না দিলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে পদযাত্রা করবেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে আলোচনায় বসতে আহ্বান জানানো হয়েছে। সে অনুযায়ী আমাদের প্রতিনিধিদল সচিবালয়ে গেছে।

গত ১২ অক্টোবর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবিগুলোর মধ্যে আছে—বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারীদের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ