সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা এলাকায় অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে মারধর করেছে স্থানীয়রা। এ ঘটনায় আজ সোমবার থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। এর আগে গতকাল রোববার দুপুরে সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী হাইস্কুল রোডের ভৌমিক মার্কেটে মারধরের শিকার হন তারা।

ইরানের ওই নাগরিকরা হলেন- আসকান (২৯) ও হুসাইন (৩৩)।

স্থানীয় সূত্র জানায়, ইরানি যুবকরা টাকা ভাঙ্গানোর কথা বলে ভৌমিক মার্কেটের ফিডের দোকানে প্রবেশ করে। এ সময় টাকার সঙ্গে শয়তানের নিঃশ্বাস (সম্মোহন করার ওষুধ) ব্যবহারের মাধ্যমে ফিডের দোকানদার আব্দুল বাবুকে সম্মোহিত করে তারা। এতে বিদেশিরা যা বলছিল, বাবু ঠিক তাই করছিল। একপর্যায়ে বাবু তার দোকানের ক্যাশ বাক্স থেকে বেশ কিছু টাকা তাদের হাতে দেয়। বিদেশীদের পকেটে সেগুলো রাখার সময় কিছু টাকা পড়ে যায়। এই বিষয়টি একই মার্কেটের জুয়েলার্সের মালিক বিচিত্র কুমার দাসের নজরে আসে। তিনি মার্কেটে অজ্ঞান পার্টি ঢুকেছে বলে চিৎকার দেন। এতে আশপাশে থাকা প্রায় শতাধিক লোক এসে তাদের গণধোলাই দেয়।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ওই দুই ইরানি যুবককে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বগুড়ায় বেড়াতে গিয়েছিলেন। ঢাকা ফেরার পথে ভুইয়াগাঁতী এলাকায় বাস থামালে তাদের সঙ্গে থাকা একটি একহাজার টাকার নোট খুচরা করতে ওই দোকানে যায়। এ সময় তারা গণধোলাইয়ের শিকার হন। এ ঘটনায় প্রহৃত যুবকরা অজ্ঞাতনামা ৩০-৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্তধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম রধর স র জগঞ জ সলঙ গ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ