শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করেছে সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। আজ সোমবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের কাছে এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

আশরাফুল আলম রাসেলসহ আরও অনেকে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘চ্যারিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস’ বিভাগের প্রজেক্ট এক্সিকিউটিভ রফিউল করিম রাফি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুরসহ সারা দেশের বন্যাদুর্গত বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৫০০টি সেমিপাকা ঘর নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ফেনীতে ২৯০, লক্ষ্মীপুরে ২৬০, নোয়াখালীতে ২৪০, কুমিল্লাতে ২৫০, ময়মনসিংহে ১০৫, চাঁদপুরে ৫০, কুড়িগ্রামে ৬৫, লালমনিরহাটে ২০, নেত্রকোনায় ২৫ এবং চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়িতে ৩৫টি ঘর নির্মাণ করা হয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যাপরবর্তী সময়ে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাসস্থান, কৃষি ও ব্যবসায় ক্ষতির আওতায় বন্যাদুর্গত জেলাগুলোতে মোট ৮ হাজার ১৭০টি পরিবারের মধ্যে ৩০ কোটি ১৯ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া শেরপুরের ১৯৯টি পরিবারকে ৪০ হাজার করে মোট ৭৯ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে।

এর বাইরে বন্যাকবলিত ১০০টি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে প্রতিটি ১ লাখ ২৫ হাজার টাকা দামের ১০০টি অটোরিকশা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র

এছাড়াও পড়ুন:

পর্তুগাল বিশ্ব যুব ফোরাম, আইইএলটিএস ছাড়াই আবেদন

আজকের সারা বিশ্বের যুবকেরাই সামনের বিশ্বকে নেতৃত্ব দেবেন। ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পর্তুগালের পোর্তোতে বিশ্ব যুব ফোরামের আসর বসবে। সারা বিশ্ব থেকে প্রায় ২৫০ যুবনেতা আবেদনকারী অংশ নেবেন এই ফোরামে। পর্তুগালের বিশ্ব যুব ফোরাম (ডব্লিওওয়াইএফ) সারা বিশ্বের বিভিন্ন বিষয়ের ওপর গভীর আলোচনা, ব্যবহারিক বিষয়গুলোর বিকাশ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য বিশ্বজুড়ে শিক্ষার্থী, যুবনেতা, আইনজীবী ও তরুণ নেতা–কর্মীদের আমন্ত্রণ জানায় এই আয়োজনে। বিশ্ব যুব ফোরামটি সেন্টার ফর ডিপ্লোমেটিক অ্যাডভান্সমেন্ট দ্বারা আয়োজিত হয়। আপনি বাংলাদেশি যুবক হলে আবেদন করতে পারেন। আইইএলটিএসের প্রয়োজন নেই।

একনজরে পর্তুগালে বিশ্ব যুব ফোরাম–২০২৬

- আয়োজক দেশ: পর্তুগাল
- ফোরামের তারিখ: ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬
- ফোরামের অবস্থান: পোর্তো
- সুবিধা: সম্পূর্ণ অর্থায়নে

আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফ্রি অনলাইন কোর্স: নেই নিবন্ধন ফি বা সময়সীমা১১ অক্টোবর ২০২৫আসনসংখ্যা

বিশ্ব যুব ফোরামে মোট ২৫০টি আসন রয়েছে। এগুলো চারটি ভিন্ন বিভাগে বিভক্ত। সম্পূর্ণ অর্থায়নে আসন থাকবে ৫০টি, আংশিক অর্থায়নে আসন থাকবে ১০০টি আর কেবল ফোরামে প্রবেশাধিকারে আসন থাকবে ১০০টি।

সুযোগ–সুবিধা

বিভাগ অনুসারে সুযোগ–সুবিধাগুলো ভাগ করা হয়েছে।
১. সম্পূর্ণ অর্থায়নে: আবেদনকারীরা বিমানের ভাড়া, থাকার ব্যবস্থা, সম্মেলনে প্রবেশাধিকার ও পণ্যদ্রব্য পাবেন।
২. আংশিক অর্থায়নে: আবেদনকারীরা থাকার ব্যবস্থা, সম্মেলনে প্রবেশাধিকার ও পণ্যদ্রব্য পাবেন।
৩. নিজ অর্থায়নে আবেদনকারী: যাঁরা বৃত্তি পেতে অক্ষম, তাঁরা নিজ অর্থায়নে বিভাগের জন্য আবেদন করতে পারবেন এবং তাঁদের সব খরচ নিজেকে বহন করতে হবে।

প্রোগ্রামের উদ্দেশ্য

-যুব ও নাগরিক কর্মকাণ্ড প্রচার করুন
- সক্ষমতা বৃদ্ধি করুন
-সামাজিক উদ্ভাবন লালন করুন
-বিশ্বব্যাপী সহযোগিতা গড়ে তুলুন
-টেকসই কর্মকাণ্ডে অনুপ্রাণিত করুন

আরও পড়ুনগুগল স্টুডেন্ট রিসার্চার ইন্টার্নশিপ: বেতনসহ গবেষণার সুযোগ০৭ সেপ্টেম্বর ২০২৫পর্তুগালের বিশ্ব যুব ফোরামটি সেন্টার ফর ডিপ্লোমেটিক অ্যাডভান্সমেন্ট দ্বারা আয়োজিত হয়। বাংলাদেশি যুবক হলে আবেদন করতে পারেন। আইইএলটিএসের প্রয়োজন নেই

সম্পর্কিত নিবন্ধ

  • পর্তুগাল বিশ্ব যুব ফোরাম, আইইএলটিএস ছাড়াই আবেদন