কারাগার থেকে মুক্তি পেলেন অধ্যাপক হাফিজুর রহমান কার্জন
Published: 28th, November 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন কারামুক্ত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে ২৪ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।
আজ রাতে যোগাযোগ করা হলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) মো.
গত ২৮ আগস্ট সকালে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমানসহ অন্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নাম ছিল। তবে তিনি সেখানে ছিলেন না।
সকাল ১০টায় আলোচনা সভা শুরু হলে প্রথমে বক্তব্য দেন হাফিজুর রহমান। তাঁর বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তাঁরা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের যোদ্ধারা, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের একটি দল আসে। বিক্ষোভকারীরা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান, মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেন।
আটকের ১২ ঘণ্টার বেশি সময় পর গত ২৮ আগস্ট দিবাগত রাত পৌনে একটার দিকে আবদুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয় পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৬ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক আবেদন করে। শুনানি নিয়ে আপিল বিভাগ ১০ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। এতে তাঁদের হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। এরপর ওই মামলায় হাফিজুর রহমানকে জামিন দেন আদালত।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ ফ জ র রহম ন
এছাড়াও পড়ুন:
শাকিবের নায়িকা রহস্য
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন ভাগ করার স্বপ্ন দেখেন নতুন–পুরাতন অসংখ্য নায়িকা। ঢালিউড তো বটেই, টলিউডের নায়িকাদের মধ্যেও তাকে ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ। কারণ, শাকিবের বিপরীতে নায়িকা হওয়া মানেই আলোচনায় আসা, ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হওয়া। তাই তাকে কেন্দ্র করে নায়িকা রহস্য থাকাটা অস্বাভাবিক নয়, বরং এটাই যেন ডিফল্ট মোড।
সম্প্রতি সেই রহস্য আরো ঘনীভূত হয়েছে তার দুটি বড় বাজেটের সিনেমা—‘সোলজার’ ও ‘প্রিন্স’–কে ঘিরে। প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা শাকিব খান—দু’পক্ষই নায়িকাদের পরিচয় গোপন রেখেছেন। আর তাতেই জল্পনা-কল্পনার শেষ নেই।
আরো পড়ুন:
বৃদ্ধাশ্রমে বুবলীর জন্মদিন
‘সোলজার’-এ শাকিবের বিপরীতে তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ
অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় ‘সোলজার’ সিনেমার শুটিং। চলছে সাভারসহ বিভিন্ন লোকেশনে, এরপর বিদেশেও হবে শুটিং। শুরুতে কলাকুশলীদের নাম ‘টপ সিক্রেট’ রাখা হয়। পরে ধীরে ধীরে ভেসে আসে পরিচিত কিছু নাম। প্রথম আলোচনায় আসে তানজিন তিশা। তবে নির্মাতা সাকিব ফাহাদ অনেক দিন এ বিষয়ে মুখ খুলেননি। এরপর জানা যায়, সিনেমাটিতে যুক্ত হয়েছেন জান্নাতুল ঐশীসহ আরো একজন তরুণ নায়িকা।
ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছেন, এই সিনেমায় থাকছেন তিন নায়িকা। এর মধ্যে দুজনের নাম উঠে আসে—তানজিন তিশা ও ঐশী। এই তথ্যগুলোই এখন চলচ্চিত্রপাড়ায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা প্রিন্স সিনেমার। তবে শিডিউল জটিলতার কারণে কিছুটা দেরি হচ্ছে। নির্মাতা জানালেন, শুটিং পূর্ববর্তী বেশিরভাগ কাজই শেষ; ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই শুটিংয়ে যেতে চান তারা।
এই সিনেমায় শুরু থেকেই আলোচনায় ছিল তিন নায়িকা। প্রযোজনা প্রতিষ্ঠান ইতোমধ্যে তাসনিয়া ফারিণের নাম অফিশিয়ালি ঘোষণা করেছে। কিন্তু গল্পের প্রয়োজনেই নাকি থাকছেন আরো দুই নায়িকা, যাদেরকে ‘প্রধান নায়িকা’ বলা যাবে না।
ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, “এটা মাল্টিকাস্ট সেটআপ। শাকিবের সঙ্গে তিন নায়িকাই গুরুত্বপূর্ণ। তাই ‘প্রধান নায়িকা’ বলাটা সঠিক হবে না।”
আরেক আলোচনায় উঠে এসেছেন টলিউডের নতুন আলোচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম। দেবের সঙ্গে ‘প্রজাপতি ২’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। পরিচালক আবু হায়াত মাহমুদও আগেই জানিয়েছিলেন—আরো দুই নায়িকা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নভেম্বরের শেষে তাদের নাম প্রকাশের কথা।
সিনেমা দুটির নির্মাতা–প্রযোজনা–অভিনয়—কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করছে না। ফলে ভক্তদের চর্চা আরো বেড়ে যাচ্ছে। প্রশ্ন রয়েই যাচ্ছে—কোন নায়িকা ‘সোলজার’ সিনেমায়? ‘প্রিন্স’ সিনেমায় কারা থাকছেন? কে প্রধান আর কে সহ–নায়িকা?
সব মিলিয়ে শাকিব খানের নায়িকা রহস্য এখন ঢালিউডের সবচেয়ে আলোচিত ‘গসিপ টপিক’। সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত হয়তো চলতেই থাকবে এই আলোচনা।
ঢাকা/রাহাত/শান্ত