গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস শিক্ষার্থীরা আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে গত শনিবার তারা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে রোববার দাবি আদায় করতে অনশন কর্মসূচি পালন করেন। পরে উপাচার্যের আশ্বাসে বিকেলে শিক্ষার্থীরা অনশন ভেঙে বাড়ি ফিরে যান। কিন্তু দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।
শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চালু হলেও এখন পর্যন্ত তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন এই দাবিতে আন্দোলন করে এলেও আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ৩00 শিক্ষার্থী আছে। প্রশাসন এটিকে আইনের মধ্যে থেকে কীভাবে বাস্তবায়ন করা যায়, সেজন্য গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করেছে। ইউজিসি আইনি ব্যাখ্যার জন্য বিষয়টি পাঠিয়েছে। ব্যাখ্যা পেলে কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহর ফোনে কল করলে তিনি রিসিভ করেননি। খুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ক য ম প স অবস থ ন

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের আবার অবস্থান কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস স্নাতকের (সম্মান) তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুনির্দিষ্টভাবে চালুর দাবিতে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

এর আগে শিক্ষার্থীরা গত শনিবার অবস্থান কর্মসূচি ও পরদিন রোববার আমরণ অনশন কর্মসূচি পালন করেন। আমরণ অনশনে অন্তত পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ওই দিন বিকেলে সমস্যার সমাধানের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। পরে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের আমরণ অনশন২৫ মে ২০২৫

আজ সকালে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তব্য দেন শিক্ষার্থী অফিউল হাসান, শাহরিয়ার রহমান, ফাহিম ফয়সাল, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চালু হলেও এখন পর্যন্ত তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বর্তমান শিক্ষার্থীরা দীর্ঘদিন এই দাবিতে আন্দোলন করলেও আশ্বাস ছাড়া কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এতে বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নতুন ব্যাচ চালু না থাকলে বর্তমান ব্যাচগুলোর শিক্ষার্থীরা পরিচয়হীনতায় ভুগবেন এবং সনদের অবমূল্যায়নের আশঙ্কা আছে।

এ ব্যাপারে কথা বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নূরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে এর আগে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ৩০০ শিক্ষার্থী আছেন। এই শিক্ষার্থীদের কিছু দাবি আছে। এটাকে আইনের মধ্যে থেকে কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে ধাপে ধাপে কাজ করছে বর্তমান প্রশাসন। এর অংশ হিসেবে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করেছি। ইউজিসি আইনি ব্যাখ্যার জন্য বিষয়টি পাঠিয়েছে। ব্যাখ্যা পেলে কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। ইউজিসি সিদ্ধান্ত নিলে দাবিগুলো পূরণ সম্ভব হবে।’

আরও পড়ুনঅটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা২১ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের আবার অবস্থান কর্মসূচি