বান্দরবানে পাহাড় ধসে রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
Published: 30th, May 2025 GMT
বান্দরবানে বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে অতি ভারি বর্ষণ শুরু হয়েছে। ভারী বর্ষণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাহাড়ের পাদদেশ। পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সতর্ক করতে শহরে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এরপরও বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা দেখাচ্ছেন ঝুঁকিপূর্ণ পাহাড়ের বসবাসরত এলাকার বাসিন্দারা।
এদিকে ভারি বৃষ্টির কারণে শুক্রবার দুপুর থেকে বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়র যোগাযোগ বন্ধ রয়েছে। রুমা সড়কের ওয়াই জংশন এলাকার একটু দূরে পাহাড় ধসে রাস্তার ওপর পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বান্দরবানে সদরসহ সাত উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। বান্দরবান সদর উপজেলায় ৪৬টি, রুমা উপজেলায় ২৮টি, রোয়াংছড়ি উপজেলায় ১৯টি, থানচি উপজেলায় ১৫টি, লামা উপজেলায় ৫৫টি, আলীকদম উপজেলায় ১৫টি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪২টি। দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার ভোর থেকে থেমে থেমে অতি ভারি বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। গত এক দশকে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনায় প্রায় হারিয়েছে অন্তত ১০৫ জনের অধিক।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বান্দরবানে সর্বমোট বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ২২২ মিলিমিটার। অতি ভারি বর্ষণে কারণে বান্দরবানসহ চারটি পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে।
বান্দরবানে শহরে আর্মিপাড়া, বালাঘাটা আমবাগান পাড়া, লেমুঝিড়িসহ যেসব নিম্নাঞ্চলে বাড়িঘর রয়েছে; সেসব এলাকায় বেশ কিছু বসতঘরে পানি ঢুকে পড়েছে। টানা বর্ষণ থাকার ফলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে শুরু করেছে। সাঙ্গু নদী ঘেঁষে উঠা বসতঘরগুলো কিনারায় পৌঁছেছে পানি। সেসব ঘরে থাকার জিনিসপত্র নিয়ে আগাম আশ্রয় কেন্দ্র যাওয়া প্রস্তুতি নিচ্ছে অনেকেই।
বনরুপা, বীর বাহাদুর নগর ও আর্মিপাড়া বাসিন্দা মনজেল আলম, খুরশিদা আক্তার ও মর্জিনা বলেন, সামান্য কিছু টাকা দিয়ে জায়গা কিনে পাহাড়ে ওপর ঘর করেছি। সমতলে কেনার সামর্থ্য আমাদের সাধ্য বাইরে। তাই বৃষ্টি হলে পাহাড় ধসের আতঙ্ক নিয়ে রাত জেগে থাকি। এছাড়া আমরা যাবোইবা কোথায়। আর ম্যাকসি খাল ছোট্ট হওয়াই অল্প বৃষ্টি হলে ঘরে ভিতর পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি হয়।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি আগের তুলনা বেড়ে গেছে। সেই অনুসারেই বন্যায় প্লাবিত এলাকা ও ভূমি ধসের ঘটনা যেখানে ঘটেছিল সেগুলোকে ফোকাস করে একটি তালিকা তৈরি করা হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ভ ম ধস প হ ড়ধস ব ন দরব ন প হ ড় ধস উপজ ল য়
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে