কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আসার পর তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত এক দশকে প্রমাণের ভিত্তিতে বিভাগীয় মামলা হয়েছে ২৩৯টি। নিষ্পত্তি ২২৩ মামলা থেকে ৪০ দশমিক ৮০ শতাংশ অভিযুক্ত অব্যাহতি পেয়েছেন। অপরাধ বিবেচনায় গুরুদণ্ড হয়েছে মাত্র ৭ দশমিক ৬২ শতাংশের। আর তিরস্কার, সতর্ক, বেতন কর্তন, ইনক্রিমেন্ট স্থগিতের মতো লঘু শাস্তি পেয়েছেন ৫১ দশমিক ৫৬ শতাংশ কর্মকর্তা-কর্মচারী।
কর্মকর্তারা বলছেন, মাদক নিয়ন্ত্রণ করার অঙ্গীকারে ডিএনসিতে চাকরি করতে এসে অনেকেই নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। মাদক দিয়ে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো, কারবারিকে সহযোগিতা, জব্দ মাদক বাজারে ছেড়ে কড়ি কামানো, আবার অনেক কর্মকর্তা-কর্মচারী জড়িত আসামি বাণিজ্যে। শর্ষের মধ্যেই ভূত। এ জন্য অপরাধ করেও কর্মরতরা বারবার পার পেয়ে যাচ্ছেন।
ডিএনসি সূত্র জানায়, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় ২০১৪ সাল থেকে এক দশকে ২৩৯টি বিভাগীয় মামলা করে ডিএনসি। এর মধ্যে
নিষ্পত্তি হয়েছে ২২৩ মামলা। ৯১ জন অব্যাহতি পেয়েছেন। গুরুদণ্ড হয়েছে মাত্র ১৭ জনের। তিরস্কারের মতো লঘুদণ্ড পেয়েছেন ১১৫ জন। বিচারাধীন মামলা ১৬টি।
এ ব্যাপারে ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ) মোস্তাক আহমেদ সমকালকে বলেন, ‘বিভাগীয় মামলা তদন্তে প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই ও সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেই কেবল শাস্তি দেওয়া হয়। এ প্রক্রিয়া অনুসরণ করেই বিভাগীয় মামলাগুলো নিষ্পত্তি করছে ডিএনসি।’
চট্টগ্রাম থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ইয়াবার বড় চালান ঠাকুরগাঁওয়ে আসবে– সূত্রের তথ্য ডিএনসি ঠাকুরগাঁও কার্যালয়ের এসআই আজহারুল ইসলাম জানান পরিদর্শক ফরহাদ আকন্দকে। পরিকল্পনা অনুযায়ী গত বছর ২২ সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর গ্রামের চব্বিশ টিউবওয়েল এলাকার মহাসড়কে আভিযানিক দল নিয়ে অবস্থান নেন এসআই আজহারুল। ১০টার দিকে যুক্ত হন ফরহাদ।
ডিএনসির তদন্তে বেরিয়ে আসে, ফরহাদ ইয়াবা কারবারিদের অভিযানের তথ্য জানিয়ে পথ থেকে চালানটি সরিয়ে ফেলেন। সকাল সাড়ে ১০টার দিকে ইয়াবা নিয়ে দুই বাহকের বাস থেকে নেমে যাওয়ার তথ্য পেয়ে হতাশ হন আজহারুল। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে বিভাগীয় তদন্ত হয়। তারা মাদক কারবারির সঙ্গে ফরহাদের কথোপকথনের অডিও থেকে বিস্তারিত তথ্য পান।
অডিও শুনেছেন– ডিএনসির এমন দুই কর্মকর্তা সমকালকে জানান, ফরহাদকে বলতে শোনা যায়, অভিযান চলছে। তিনি বাস থেকে ইয়াবা নিয়ে নেমে যেতে বলেন। তখন কারবারি তাঁকে বলেন, টাকা দিই, মাল কেন ধরবেন? জবাবে ফরহাদ বলেন, অভিযানে অনেকে আছেন, রক্ষা করতে পারবেন না তিনি।
শুধু এ ঘটনা নয়, ফরহাদ ঠাকুরগাঁওয়ে চার বছরের কর্মজীবনে অনেক মাদক কারবারিকে অভিযানের হাত থেকে সুরক্ষা দিয়েছেন। কয়েকটি ঘটনা জানাজানির পর সংশ্লিষ্ট কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মৌখিকভাবে তাঁকে সতর্ক করলেও ওই পথ ছাড়েননি। গত বছরের ২২ সেপ্টেম্বরের ঘটনায় সম্প্রতি ফরহাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তদন্তে প্রমাণ পাওয়ার পরও ঠাকুরগাঁওয়ে বহাল আছেন তিনি।
এসআই আজহারুল ইসলাম সমকালকে বলেন, ‘বাসে ইয়াবা নিয়ে দু’জন কোথায় বসেছিলেন, চট্টগ্রাম থেকে বাস কখন ছেড়ে আসে– সব তথ্যই নিশ্চিত করেছিল আমার সোর্স। কিন্তু আমাদের মধ্যে থেকেই কারবারিকে অভিযানের তথ্য জানানো হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিত দিয়েছিলাম।’
২০২২ সালের ২৩ নভেম্বর কুষ্টিয়া শহরের মজমপুরে এক কারবারিকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে গাঁজা জব্দ করে ডিএনসির একটি দল। জব্দ গাঁজার কিছু অংশ বিক্রি করেন আভিযানিক দলের সদস্যরা। তদন্ত শেষে বিভাগীয় মামলা হয়। পরে রায়ে পরিদর্শক বেলাল হোসেন ও এসআই শেখ আবুল কাশেমের দুই বছরের জন্য ইনক্রিমেন্ট স্থগিত করা হয়। আবুল কাশেম ডিএনসির যশোর এবং বেলাল মাগুরা জেলায় কর্মরত। এ ছাড়া সিপাহি মামুনুর রহমানের এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত ও এসআই হাফিজুর রহমানকে শাস্তি হিসেবে বরগুনায় বদলি করা হয়।
২০২২ সালের ১৪ জুলাই গাজীপুর টঙ্গীর বাসা থেকে আশরাফুল আলম পল্টনকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা হাতিয়ে নেয় ডিএনসির মতিঝিল সার্কেলের আভিযানিক দল। পুলিশের তৎপরতায় ছয় দিন পর ঘুষের টাকা তারা আশরাফুলের পরিবারকে ফেরত দিতে বাধ্য হন। সে অভিযানের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের তৎকালীন সহকারী পরিচালক সুব্রত সরকার ও মতিঝিল সার্কেলের তৎকালীন পরিদর্শক মিজানুর রহমান। এ ঘটনায় তাদের কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি; বরং মিজানুর ‘প্রাইজপোস্টিং’ পেয়েছেন শ্রীমঙ্গল ওয়্যারহাউসে।
২০২৩ সালের ৬ জুন লালবাগ সার্কেলের তৎকালীন পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ভাটারার একটি বাসায় অভিযানের নামে টাকা লুটের অভিযোগ ওঠে। মোফাজ্জলসহ চারজনকে আটক করে ডিবি। পরে মোফাজ্জলকে ছেড়ে দিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, ডিবির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদের শ্বশুরপক্ষের আত্মীয় হওয়ায় মোফাজ্জল ছাড়া পান। পরে বিভাগীয় মামলায়ও অব্যাহতি পান মোফাজ্জল। ২০২২ সালেও মোহাম্মদপুর ও হাজারীবাগে মাদকবিরোধী অভিযানে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি ডিএনসি।
উৎস: Samakal
কীওয়ার্ড: র তৎক ল ন কর মকর ত ক রব র ক ড এনস র আজহ র ল ঠ ক রগ ফরহ দ তদন ত বছর র
এছাড়াও পড়ুন:
যশোরে সড়ক দুর্ঘটনায় এসআইসহ নিহত ৩
যশোরে বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কায় পুলিশের এসআইসহ তিনজন মারা গেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া বাজার সংলগ্ন ব্রিজের কাছে যশোর-নড়াইল মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ৬
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়া আহমেদ আলীর ছেলে আক্তার হোসেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার নিশিকান্ত অঢ্যের ছেলে এসআই নিক্কন অঢ্য।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী আক্তার হোসেন।
আশঙ্কাজনক অবস্থায় স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসক নিক্কনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এসআই নিক্কন আঢ্য ৩৭ ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্তে কেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র্যাবে কর্মরত ছিলেন।
তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, স্বেচ্ছাসেবক দলনেতা জাফর ও আক্তারের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/রিটন/মাসুদ