টেকনাফের পাহাড়ি সড়ক থেকে ৫ জনকে অপহরণ
Published: 3rd, June 2025 GMT
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়ক থেকে সিএনজিচালিত অটোরিকশার চালক ও চার রোহিঙ্গাকে অপহরণ করেছে ডাকাত দল।
মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়ায় যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়।
বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, “ঘটনাস্থল থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একজন চালক ও চারজন রোহিঙ্গাকে অপহরণের বিষয়টি আমরা জেনেছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।”
আরো পড়ুন:
খুলনায় ছুরিকাঘাতে ওয়াসার শ্রমিক নিহত
‘চোখের জলে ভেসে গেল আমাদের ঈদ আনন্দ’
অপহৃত সিএনজি চালিত অটোরিকশা চালকের নাম শামসু আলম (৩৫)। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকার মৃত নুর আহমেদের ছেলে। অপহৃত রোহিঙ্গাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দৈংগ্যাকাটা এলাকার ব্যবসায়ী শামসুদ্দিন বলেন, “ওই এলাকায় বসবাসকারী লোকজনকে বলতে শুনেছি, হোয়াইক্যং-শামলাপুর সড়কে সশস্ত্র ডাকাতদল সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে। তারা চালক ও যাত্রীদের অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। অপহৃত রোহিঙ্গারা মাছ কিনতে বাহারছড়া যাচ্ছিলেন।”
চলতি বছরের ২২ মে একই সড়কে পাঁচজনকে অপহরণ করেছিল ডাকাতচক্র। পরে তারা ফিরে আসেন।
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ অপহরণ স এনজ অপহ ত
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি