সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানি, উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ মেরামত এবং বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) খালি জায়গা বিক্রিতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বুধবার (৪ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, জিটুজি ভিত্তিতে ওকিউ ট্রেডিং লিমিটেড ইউএই থেকে স্বল্প মেয়াদে ২০২৫ ও ২০২৬ সালে জাপান কোরিয়া মার্কেটিং ফরমুলা ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি ক্রয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

আরো পড়ুন:

মূল্যস্ফীতি কমলে সেপ্টেম্বরের মধ্যে সুদহার কমানো হবে: গভর্নর 

অপ্রদর্শিত আয় ব্যবহারের সুযোগ থাকছে: এনবিআর চেয়ারম্যান

সভায় ,বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ডকিং ও ডকিং সংশ্লিষ্ট মেরামত কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। বিআইডব্লিউটিএ কর্তৃক ২০১৩ সালে উদ্ধরকারী জাহাজ ‘প্রত্যয়’ সংগ্রহ করা হয়। জাহাজটি প্রতি চার বছর অন্তর মেরামত করার বাধ্যবাধকতা থাকলেও সংগ্রহের প্রায় ১২ বছর অতিক্রান্ত হলেও তা মেরামত করা হয়নি। 

মেরামতের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলেও কোনো রেসপনসিভ দরদাতা পাওয়া যায়নি। জাহাজটি জরুরিভিত্তিতে ডকিং করে সংশ্লিষ্ট মেরামত কাজ পিপিআর ২০০৮ এর ৭৬ (২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড’ এর মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। বর্ণিত কাজের প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ১৩ লাখ ৭ হাজার ২৮ টাকা।

সভায় বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন ময়মনসিংহ জুট মিলস লিমিটেড এর ১৬.

৮৯ একর জমি বিক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। ‘ময়মনসিংহ জুট মিলস লিমিটেড’ ১৯৬৮ সালে স্থাপিত হয়। ১৯৯৩ সলে মিলটি বন্ধ ঘোষণা করা হয়।

সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে মিলটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে মিলের ৬২.৫০ একর জমির মধ্যে ৪৫.৬১ একর জমিসহ ক্রেতার নিকট মিলটি হস্তান্তর করা হয়। বিজেএমসির নিয়ন্ত্রণাধীন অবশিষ্ট ১৬.৮৯ একর জমি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর ঈশ্বরদিয়া মৌজায় অবস্থিত। উক্ত জমিটির কোনো সীমানা প্রাচীর না থাকায় তত্ত্বাবধান করা ও দখলে রাখা কষ্টসাধ্য এবং জমিটি খালি পড়ে থাকায় বেদখল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে বিজেএমসি’র পরিচালনা পর্ষদ কর্তৃক জমিটি বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়।

২০১৮ সালের ২৪ ডিসেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জমি বিক্রয়ের অনুমোদনের প্রস্তাব করা হলে মিলটির অব্যবহৃত জমি বিক্রয় না করে সরকারের উন্নয়নমূলক/জনহিতকর কাজে ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির উপর্যুক্ত সিদ্ধান্ত থাকা সত্ত্বেও উক্ত জমি মিল হতে দূরবর্তী হওয়ায় এবং জমিটি বিজেএমসি’র ব্যবহারে উপযোগিতা না থাকায় রাষ্ট্র মালিকানাধীন ময়মনসিংহ জুট মিলস লি. এর ১৬.৮৯ একর জমি বিক্রয়ের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

সভায়, ঢাকা জেলার ডেমরা থানার কায়েতপাড়া মৌজায় অবস্থিত বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের ৬.৪৮৫ একর জমি বিক্রয়ের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেয় কমিটি।

ঢাকা/হাসনাত/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ট ম লস ল প রস ত ব ম র মত ক ব জ এমস কম ট র ব যবহ

এছাড়াও পড়ুন:

এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন সেঞ্চুরি হয়েছে তিনটি। ময়মনসিংহ বিভাগের দুই ওপেনার নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন সেঞ্চুরির দেখা পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগের ওপেনার সাদিকুর ইসলাম ছুঁয়েছেন তিন অঙ্ক। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় দৈর্ঘর ক্রিকেট ফিরলেও ব‌্যাটসম‌্যানদের ব‌্যাট হাসেনি। প্রথম দিনই ১৩ উইকেট গেছে মিরপুরের ২২ গজে। টস জিতে আগে ব‌্যাটিং করতে নেমে খুলনা সবকটি উইকেট হারিয়ে ১২১ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে রাজশাহী ৮৭ রান তুলতে হারায় ৩ উইকেট। 

আরো পড়ুন:

২০২৭ পর্যন্ত টেস্ট অধিনায়ক নাজমুল

রশিদের ভেল্কিতে এক ম্যাচ আগেই সিরিজ আফগানিস্তানের

পুরো দিন ৬৫ ওভারের মতো খেলা হয়েছে। আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা বন্ধ না হলে উইকেটের মিছিল বাড়তেও পারতো। খুলনার হয়ে এই ম‌্যাচ খেলতে মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। ২ রানে থেমে যায় তার ইনিংস। এছাড়া সৌম‌্য ৬, এনামুল ১২ রান করেন। রাজশাহীর হয়ে ৩টি করে উইকেট নেন নিহাদউজ্জামান ও এস এম মেহরব হোসেন। মিরাজ বোলিংয়ে অবশ‌্য ২ উইকেট নিয়েছেন। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ২ রানে আউট করার পর ৩৯ রানে ফেরান সাব্বির হোসেনকে।  

কক্সবাজারের একাডেমি মাঠে রংপুর বিভাগের বিপক্ষে ২ উইকেটে ২৮১ রান তুলেছে ময়মনসিংহ বিভাগ। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন মাহফিজুল। ২২৮ বলে ১২৭ রান করেন ১৩ চার ও ২ ছক্কায়। এছাড়া নাঈম শেখ ১৬২ বলে ৯ চার ও ২ ছক্কায় ১১১ রান করেন। আইচ মোল্লা ২৩ ও আব্দুল মজিদ ৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। 

পাশের মাঠেই বরিশাল বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ ৪ উইকেটে ২৬০ রান তুলেছে। ওপেনার সাদিকুর ১৭৪ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১২২ রান করেন। সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুমিনুল হক। ৮৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি।

সিলেটের একাডেমি মাঠে খেলা হয়েছে মাত্র ৪৩.১ ওভার। আগে ব‌্যাটিংয়ে নামা ঢাকা বিভাগ ৫ উইকেটে ১২০ রান তুলেছে। বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় দিনের খেলা পুরোটা সময় হয়নি। ঢাকার অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৩৬ ও তাইবুর রহমান ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এর আগে মার্শাল ২৮, জিসান ২০ রান করে আউট হন। 
 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দুই দিনে যেতে পারেননি কোনো পর্যটক, কক্সবাজার-সেন্ট মার্টিন জাহাজ চলাচল অনিশ্চিত
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • ডুবচরে আটকা পড়া ‘বোগদাদিয়া ৭’ এর যাত্রীরা নিরাপদে
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • সেন্টমার্টিনের দ্বার খোলা, ছাড়েনি জাহাজ
  • সেন্টমার্টিনের দ্বার খুলছে শনিবার, জাহাজ চালাবেন না মালিকরা
  • সুনামগঞ্জে জমি থেকে ৫ কোটি টাকার বালু চুরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা