আজ শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশেও ত্যাগ ও আনন্দের এই ঈদে শামিল হন মুসলিমরা। তবে এই আনন্দ স্পর্শ করছে না ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের।
প্রতিবেশী দেশগুলো যখন ঈদ–আনন্দে মাতছে, তখন হয়তো ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত কোনো ফিলিস্তিনির মরদেহ ঘিরে মাতম করছে গাজার কোনো একটি পরিবার।
গাজার এই দৃশ্য নতুন কিছু নয়। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের জাতিগত নিধনযজ্ঞ শুরু হওয়ার পর ইতিমধ্যে তিনটি ঈদ এভাবেই কেটেছে সেখানকার বাসিন্দাদের। আজ এ যুদ্ধের ৬০৮তম দিনে চতুর্থ ঈদ এসেছে তাঁদের জীবনে। ঈদের আনন্দ গাজার বাসিন্দাদের জন্য এখন কেবলই স্মৃতি।
সাধারণত ভেড়া ও দুম্বা কোরবানি দিয়ে থাকেন ফিলিস্তিনিরা। পাশাপাশি গরু, ছাগল ও উটও কোরবানি দেওয়া হয়। তবে কোরবানির জন্য বেশির ভাগ ক্ষেত্রেই পশু আমদানির ওপর নির্ভর করতে হয় গাজার বাসিন্দাদের। যুদ্ধের কারণে পশু পালন সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের অবরোধের কারণে পশু আমদানিও করা যাচ্ছে না। ফলে চাইলেও কোরবানি দিতে পারছেন না গাজার মুসলিমরা।
ঈদ উদ্যাপনের মতো কোনো পরিবেশ নেই গাজায়। অবরুদ্ধ এ উপত্যকার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। অনেকে কয়েক দফা বাস্তুচ্যুত হয়েছেন। ইতিমধ্যে এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৫৪ হাজার ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর গাজায় জীবিত পশু ঢুকতে পারেনি। যুদ্ধের কারণে পশু পালনও সম্ভব হয়নি। তার ওপর যেখানে মানুষের খাবার জুটছে না, সেখানে পশুখাদ্যের আশা করা তো রীতিমতো বিলাসিতা!
গাজার বাসিন্দাদের একজন আবু হাতিম আল-জারক্বা। এই কঠিন পরিস্থিতিতেও তিনি কয়েকটি ছোট গবাদি পশু পালন করেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরকে তিনি বলেন, গাজার বাসিন্দাদের জন্য কোরবানির পর্যাপ্ত পশু নেই। আর যে কয়টা আছে, আকাশচুম্বী দামের কারণে সেগুলো কেনাও সম্ভব নয়।
সন্তান আর নাতি-নাতনি নিয়ে দুর্বিষহ দিন কাটছে গাজা নগরীর বাসিন্দা নুহা আল-নাজ্জারের। দোহা নিউজকে তিনি বলেন, আশপাশে ক্ষুধার্ত শিশুদের কান্না ভেসে আসছে। দুধের জন্য কান্না থামছে না তাঁর দুই বছর বয়সী নাতনিরও। নুহা বলেন, কয়েক মাস হয়ে গেছে এক বোতল দুধ চোখে দেখেননি।
একটা সময় গাজার বাসিন্দারাও ঈদ-আনন্দ করতেন। পরিবারকে নিয়ে কোরবানির মাংস খেতেন। শিশুদের কোলাহলে চারপাশে উৎসবের আমেজ বিরাজ করত।
নুহা উত্তর গাজায় থাকেন তাঁর চার সন্তান ও কয়েকজন নাতি-নাতনিকে নিয়ে। তাঁর ছোট ছেলে ১০ বছর বয়সী মোহাম্মদ বাবার সঙ্গে মিসরে আশ্রয় নিয়েছে। ধীর গলায় নুহা বলেন, ‘সে আমার আদরের ছোট্টটি! ঈদের আবহ সে খুব পছন্দ করত। এখনো সে আমাকে বলে, “মা, ইচ্ছা করে আবার পেছনে ফিরে যাই আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো ফিরিয়ে আনি।”’
নুহাদের ঘরে এখন লবণ ছাড়া কিছু নেই। দিনে এক বেলা সামান্য কিছু খেয়ে বেঁচে থাকার লড়াই। সবার ছোট নাতনি আলমা এখনো যুদ্ধের কিছুই বোঝে না। ক্ষুধায় সারা দিন কাঁদে সে। তাদের কীভাবে বাঁচিয়ে রাখবেন, সে চিন্তায় দিশাহারা। নুহা বলেন, ‘নিজেদের কোরবানি দেওয়া ছাড়া আর আমাদের কিছুই অবশিষ্ট নেই। না থামছে বোমাবর্ষণ, না আমাদের ক্ষুধার্ত পেটের কষ্ট আর আমাদের শিশুদের কান্না!’
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, দোহা নিউজ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল ক রব ন র জন য আনন দ
এছাড়াও পড়ুন:
সুদানে কারা গণহত্যা চালাচ্ছে, আরব আমিরাতের ভূমিকা কী
২০২৩ সালের এপ্রিল মাসে সুদান এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে পড়ে। ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে শুরু হওয়া তীব্র লড়াই থেকে এই গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে পশ্চিম দারফুর অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি হয় এবং সেখানে গণহত্যা সংঘটিত হওয়ার অভিযোগও ওঠে।
সম্প্রতি আরএসএফ এল-ফাশের শহরটি দখল করার পর এর বাসিন্দাদের নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে দেড় লাখের বেশি মানুষ মারা গেছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘ এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে অভিহিত করেছে।
পাল্টাপাল্টি অভ্যুত্থান ও সংঘাতের শুরু১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ২০১৯ সালে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দফায় দফায় যে উত্তেজনা চলছিল, তার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে বর্তমান গৃহযুদ্ধ।
বশিরের প্রায় তিন দশকের শাসনের অবসানের দাবিতে বিশাল জনবিক্ষোভ হয়েছিল। তারই প্রেক্ষিতে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। কিন্তু দেশটির মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে একটি যৌথ সামরিক-বেসামরিক সরকার গঠিত হয়। কিন্তু ২০২১ সালের অক্টোবর মাসে আরও একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারটিকে উৎখাত করা হয়। এই অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির কার্যত প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তাঁর ডেপুটি ও আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো।
এই দুই জেনারেল দেশের ভবিষ্যৎ নির্ধারণ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়া নিয়ে প্রস্তাবিত পদক্ষেপে একমত হতে পারেননি। তাঁদের মধ্যে মূল বিরোধের বিষয় ছিল প্রায় এক লাখ সদস্যের আরএসএফ-কে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা এবং নতুন এই যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে। ধারণা করা হয়, দুজন জেনারেলই তাঁদের ক্ষমতা, সম্পদ ও প্রভাব ধরে রাখতে চেয়েছিলেন।
আরএসএফ সদস্যদের দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হলে সেনাবাহিনী বিষয়টিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে। এ নিয়ে ২০২৩ সালের ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সেই লড়াই দ্রুত তীব্র আকার ধারণ করে এবং আরএসএফ খার্তুমের বেশির ভাগ অংশ দখল করে নেয়। যদিও প্রায় দুই বছর পর সেনাবাহিনী খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পায়।
জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান (বামে) এবং আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো (ডানে)