জি–৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত হবেন কি না, অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল শুক্রবার ফোন করেন নরেন্দ্র মোদিকে। ১৫–১৭ জুন সম্মেলনে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানান।

গতকাল রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেই খবর দিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফোন পেয়ে আমি আনন্দিত। নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন ও সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানোর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি। জি–৭ সম্মেলনে যোগ দিতে আমি উন্মুখ।’

তবে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর জন্য কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের একাংশের রোষানলে পড়েছেন প্রধানমন্ত্রী কার্নি। অভিবাসী শিখ সম্প্রদায়ের মধ্যে যাঁরা স্বাধীন খালিস্তানের সমর্থক, তাঁরা এ কারণে প্রধানমন্ত্রী কার্নির সমালোচনা করছেন। তাঁদের অভিযোগ, শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে ভারত সরকারের ওপর। তদন্তও চলছে। এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত হয়নি।

খালিস্তানপন্থী শিখ সম্প্রদায়ের এই অসন্তোষ ও যুক্তি নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী কার্নি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী কার্নি ওই প্রশ্নের জবাবে বলেছেন, অভিযোগটি বিচারাধীন। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।

কানাডার আলবের্তার কানানাস্কিসে বসছে ৫১তম জি–৭ শীর্ষ সম্মেলন। গোষ্ঠীভুক্ত দেশগুলো ছাড়াও প্রতিবার অন্য কয়েকটি দেশকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। গত ছয়টি সম্মেলনে ভারত বিশেষ আমন্ত্রিত হিসেবে যোগ দিয়েছে। কানাডা এবার এই সম্মেলনের উদ্যোক্তা, কিন্তু সে দেশের সাবেক সরকারের আমলে নিজ্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটে। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে ওই হত্যায় ভারতের জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। যদিও ভারত তা অস্বীকার করেছিল।

সেই থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। দুই দেশই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করে। পরবর্তী সময় নির্বাচনে নতুন সরকার গঠিত হয়। নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে অভিনন্দন জানান মোদি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফোন করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দকে। তখন থেকেই মনে করা হচ্ছিল, সম্পর্কের শীতলতা হয়তো কাটতে চলেছে।

তবে শীতলতা সত্যিই কাটছে কি না, জানার জন্য সবাই অপেক্ষা করছিল জি–৭ সম্মেলনে মোদি আমন্ত্রিত হন কি না দেখতে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে অনেক দিন আগেই। কিন্তু মোদির জন্য কোনো বার্তা জুন মাসের গোড়াতেও আসেনি। তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে যথেষ্ট জল্পনা চলছিল। মনে করা হচ্ছিল, যেকোনো কারণেই হোক নতুন সরকার মোদিকে আমন্ত্রণ জানাতে হয়তো এখনো দ্বিধান্বিত। ভারতের বিরোধী রাজনৈতিক দল এ নিয়ে সরকারের সমালোচনাও শুরু করে দেয়। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, এটা ভারতীয় কূটনীতির আরও একটি ব্যর্থতা। অবশেষে গতকাল সব জল্পনার অবসান ঘটল মোদিকে কার্নি ফোন করায়।

শিখ সম্প্রদায়ের একাংশের তীব্র বিরোধিতা এবং মোদিকে আমন্ত্রণ জানানোর যুক্তি নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী কার্নি গণমাধ্যমকে বলেছেন, বৈশ্বিক দুনিয়ায় ভারতের গুরুত্ব অনুধাবন করেই আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। সবচেয়ে জনবহুল রাষ্ট্র। বৈশ্বিক সাপ্লাই চেইনের কেন্দ্রে তার অবস্থান। সেই কারণেই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

কার্নির এই যুক্তি অবশ্য অনুমোদন করেনি সে দেশে বসবাসকারী শিখ সম্প্রদায়ের একাংশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আমন ত র ত র জন য সরক র

এছাড়াও পড়ুন:

আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল

কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র‍্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।

কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।

আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫

ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’

ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।

নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’

২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।

আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫

তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’

ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।

ইয়ামালের গোল উদ্‌যাপন। কাল রাতে এলচের বিপক্ষে

সম্পর্কিত নিবন্ধ