সর্বাধিক বিক্রীত ১০ বৈদ্যুতিক গাড়ি
Published: 9th, June 2025 GMT
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশদূষণ ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা ও চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে পরিবেশবান্ধব গাড়ি হিসেবে এক দশক ধরে বৈদ্যুতিক গাড়ির বাজার যথেষ্ট বিকশিত হয়েছে। টেসলা, বিওয়াউডি, বিএমডব্লিউ, হুন্দাই, মার্সিডিজসহ বিশ্বের বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইতিমধ্যে পরিবেশবান্ধব যান তৈরির জন্য বড় আকারের বিনিয়োগ করেছে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) ‘গ্লোবাল ইলেকট্রিক ভেহিক্যাল আউটলুক ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এ নিয়ে বলা হয়েছে, চলতি ২০২৫ সালের প্রথম তিন মাস জানুয়ারি-মার্চে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। এ বছর বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক্যাল ভেহিক্যাল (ইভি) বিক্রি ২ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইইএর প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ৩৫ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল। ২০২৪ সালে বিক্রি হওয়া নতুন গাড়ির মধ্যে ২০ শতাংশের বেশি ছিল বৈদ্যুতিক গাড়ি। শুধু চীনে ২০২৪ সালে ১ কোটি ১০ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে, যা দুই বছর আগে পুরো বিশ্বে বিক্রি হওয়া মোট বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি।
বিশ্বে ২০২৪ সালে সর্বাধিক বিক্রীত ১০ ইভি
২০২৪ সালে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক্যাল ভেহিক্যাল (ইভি), বিশেষ করে ব্যাটারিচালিত (বিইভি) ও প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) গাড়ি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলো নিয়ে একটি পরিসংখ্যান তৈরি করেছে ‘অটোভিস্তা টুয়েন্টি ফোর’।
গত বছর ব্যাটারিচালিত (বিইভি) ও প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) উভয় ধরনের গাড়ির রেজিস্ট্রেশন তথা নিবন্ধনে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে।
প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) গাড়ির সরবরাহ আগের বছরের তুলনায় ৫৪ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৫ লাখ ইউনিটে। অন্যদিকে ব্যাটারিচালিত গাড়ির (বিইভি) রেজিস্ট্রেশন বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ হারে। এই গাড়ির মোট বিক্রি দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ইউনিট।
যুক্তারাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান.টেসলার ‘মডেল থ্রি’ বৈদ্যুতিক গাড়ি
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২০২৪ স ল
এছাড়াও পড়ুন:
নগদ লভ্যাংশ পাঠিয়েছে শাহজালাল ব্যাংক
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
সোমবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহজালাল ইসলামী ব্যাংকের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
রেনেটার প্রেফারেন্স শেয়ার অনুমোদন
পুঁজিবাজারে আসতে আগ্রহী আশুগঞ্জ পাওয়ার স্টেশন
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। সেই হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/বকুল