রাজশাহীর পুঠিয়ায় চাঁদার দাবিতে সেনা সদস্যের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই বিএনপি কর্মীকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে লেফটেন্যান্ট মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে হাতিনাদা ও শিবপুর ভাড়রা গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটক ব্যক্তিরা হলেন, শিবপুর ভাড়রা গ্রামের সুজন ও হাতিনাজা গ্রামের শাহিন আক্তার খোকন। তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

সোমবার দুপুরে বিএনপি নেতা রফিকুল ইসলাম ও রাজ্জাকের নেতৃত্বে সেনা সদস্য তরিকুল ইসলামের বাড়িতে চাঁদার দাবিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে ঘরের টিন, ২টি ছাগল, ৫০ মণ পেঁয়াজ, ১০ মণ রসুন পুড়ে যায়। হামলাকারীরা টাকা, সোনার গহনা লুট করে নিয়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সেনা সদস্যর বাবা আব্দুল হান্নান বাদী হয়ে পুঠিয়া থানায় বিএনপি নেতা রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নামে মামলা করেন। ওই মামলায় আরও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ আটক সদস য ব এনপ

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ