পুঠিয়ায় সেনা সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দুই বিএনপি কর্মী আটক
Published: 12th, June 2025 GMT
রাজশাহীর পুঠিয়ায় চাঁদার দাবিতে সেনা সদস্যের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই বিএনপি কর্মীকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে লেফটেন্যান্ট মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে হাতিনাদা ও শিবপুর ভাড়রা গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, শিবপুর ভাড়রা গ্রামের সুজন ও হাতিনাজা গ্রামের শাহিন আক্তার খোকন। তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে বিএনপি নেতা রফিকুল ইসলাম ও রাজ্জাকের নেতৃত্বে সেনা সদস্য তরিকুল ইসলামের বাড়িতে চাঁদার দাবিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে ঘরের টিন, ২টি ছাগল, ৫০ মণ পেঁয়াজ, ১০ মণ রসুন পুড়ে যায়। হামলাকারীরা টাকা, সোনার গহনা লুট করে নিয়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সেনা সদস্যর বাবা আব্দুল হান্নান বাদী হয়ে পুঠিয়া থানায় বিএনপি নেতা রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নামে মামলা করেন। ওই মামলায় আরও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ আটক সদস য ব এনপ
এছাড়াও পড়ুন:
আমার জীবনে যা কিছু ভালো, তার সঙ্গে সব সময় প্রথম আলো: আইশা
প্রথম আলোর সঙ্গে একই বছর জন্মেছেন অভিনেত্রী আইশা খান। তাই তিনি মনে করেন, তাঁর জীবনে যা কিছু ভালো, তার সঙ্গে সব সময় প্রথম আলো। শৈশব থেকে আজকের পেশাজীবন—সব পথেই এই সংবাদমাধ্যম তাঁর প্রেরণার জায়গা বলে মনে করেন এ অভিনেত্রী।
আইশা খান